Header Ads Widget

Responsive Advertisement

হিগুয়েইনকে ‘রিল্যাক্সে’ থাকতে বললেন দিবালা

সতীর্থ হিগুয়েইনকে ‘রিল্যাক্সে’ থাকতে বললেন দিবালা।
দুজনই আর্জেন্টাইন। খেলেন একই ক্লাবের হয়ে। একজন গঞ্জালো হিগুয়েইন; অন্যজন পাওলো দিবালা। গত মৌসুমে ইতালিয়ান লিগে জুভেন্টাসের সর্বোচ্চ গোলদাতা ছিলেন হিগুয়েইন। একই মৌসুমে দ্যুতি ছড়ান দিবালাও। নতুন মৌসুমে দিবালা নিয়মিতই আলো কাড়ছেন। তবে গোলখরায় ভুগছেন হিগুয়েইন।
দিবালার বিশ্বাস, শিগগিরই গোলখরা কাটিয়ে উঠবেন হিগুয়েইন। এজন্য ক্লাব ও জাতীয় দলের সতীর্থদের রিল্যাক্সে থাকার পরামর্শ দিয়েছেন জুভেন্টাসের নাম্বার টেন।
ইতালিয়ান লিগের চলতি মৌসুমে ছয় ম্যাচে দুটি হ্যাটট্রিকসহ ইতোমধ্যেই ১০ গোল করে ফেলেছেন দিবালা। অন্যদিকে হিগুয়েইন করেন মাত্র দুই গোল। শনিবার তুরিনোর বিপক্ষে লিগ ম্যাচে হিগুয়েইনকে বেঞ্চে রাখেন ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি।
হিগুয়েইনের গোলখরা নিয়ে প্রশ্ন করা হলে দিবালা বলেন, 'তার (হিগুয়েইন) জন্য সময়টা ভালো নয়। কেননা, একজন স্ট্রাইকারের জন্য গোল না পাওয়া কখনোই ভালো কিছু নয়।'
তবে হিগুয়েইনের অফ-ফর্ম নিয়ে খুব চিন্তিত নন দিবালা। যেমনটা বলছিলেন তিনি, 'তার এখন রিল্যাক্সে থাকতে হবে এবং এটা আশা করতে হবে যে, গোল আসবে। গত মৌসুমের শুরুতে আমিও গোলের জন্য সংগ্রাম করেছিলাম। আপনি যখন গোল পেতে শুরু করবেন তবে এটি চলতেই থাকবে।'

Post a Comment

0 Comments