Header Ads Widget

Responsive Advertisement

চার বছর পর নেইমার হবে বিশ্বসেরা

চার বছর পর নেইমার হবেন বিশ্বসেরা। চার-পাঁচ বছর মেসির অবসর নেওয়ার সময় হয়ে আসবে।’
এমনটাই জানালেন নেইমারের স্বদেশী তারকা পাওলিনহো।
মেসি থাকা অবস্থায় নেইমারের পক্ষে বিশ্বসেরা হওয়া সম্ভব নয় উল্লেখ করে পাওলিনহো বলেন, ‘জাতীয় দলে নেইমারের সঙ্গে খেলেছি আমি। এখানে (বার্সেলোনায়) মেসির সঙ্গে খেলছি। তারা দুজনেই আমাকে অনেক সাহায্য করেছে। তারা দুজনেই এই সময়ের সেরা। তবে মেসিই এই মুহূর্তে বিশ্বসেরা। চার বছর পর নেইমার হয়তো মেসির অবস্থানে যেতে পারবে।’
‘তাদের দুজনের সঙ্গে খেলাটাই দারুণ। আপনার কাজটা অনেক সহজ হয়ে যাবে। আপনাকে কেবল নিজের কাজটাই করে যেতে হবে। তাঁরা নিজেদের দায়িত্বের চেয়ে অনেক বেশি খেলে থাকে যেটার সুফল দল পায়। তাঁরা দুজনই দারুণ। বর্তমান সময়ে তাদের চেয়ে সেরা আর কেউ নয়। তবে মেসি বিশ্বসেরা। একদিন নেইমারও সেরা হবে। হয়তো দু-তিন বছরের মধ্যেই।’ মন্তব্য পাওলিনহোর।
বুধবার রাতে অলিম্পিয়াকোসকে ৩-১ গোলে হারিয়ে ইউরোপিয়ান লিগে শততম গোল করার রেকর্ড গড়েছেন মেসি। একই রাতে জয় পেয়েছে নেইমারের পিএসজি। এক গোল করেছেন নেইমার।

Post a Comment

0 Comments