Header Ads Widget

Responsive Advertisement

জয়-পরাজয়-ড্র, কী করলে কী হবে আর্জেন্টিনার

রাশিয়া বিশ্ব কাপে এখন পর্যন্ত প্রায় ১৫/১৬টি দল নিশ্চিত হয়ে গেছে। তবে এখন পর্যন্ত নিজেদের অংশগ্রহন নিশ্চিত করতে পারেনি দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বিশ্বকাপে সুযোগ পেতে আর্জেন্টিনার আজকের ম্যাচটিকে বাঁচা-মরার লড়াই বলাটা ঠিক হবে না। কারণ শুধু জিতলেই যে সরাসরি টিকেট পেয়ে যাচ্ছে তা কিন্তু নয়। খেলতে হবে প্লে-অফে।
আবার হারলে যে বাদ হয়ে যাবে, তাও না। ড্র করলে হিসেব অন্য। কারণ একমাত্র ব্রাজিল ছাড়া কোনো দলই এখনো পর্যন্ত বিশ্বকাপে খেলা নিশ্চিত করতে পারেনি। বাকি দলগুলোর খেলার ফলাফলের ওপর নির্ভর করছে অনেক কিছু।
বুধবার বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা।
ম্যাচে মেসিদের হার-জিত-ড্রয়ে জটিল সমীকরণ :
- যদি আর্জেন্টিনা ইকুয়েডরের বিপক্ষে জিতে তাহলে প্লে-অফে খেলা নিশ্চিত।
- আর সরাসরি বিশ্বকাপে খেলবে যদি পেরু-কলম্বিয়া ম্যাচটা ড্র হয়। আর যদি ব্রাজিলের কাছে চিলি হারে।
- আর্জেন্টিনা যদি ড্র করে সরাসরি খেলবে, যদি কলম্বিয়া পেরুকে হারায়, চিলি দুই বা এর বেশি গোলের ব্যবধানে ব্রাজিলের কাছে হারে এবং প্যারাগুয়ে ভেনেজুয়েলাকে হারাতে না পারে। আর যদি পেরু দুই বা এর বেশি গোলের ব্যবধানে কলম্বিয়াকে হারায়, চিলি দুই বা এর বেশি গোলের ব্যবধানে ব্রাজিলের কাছে হারে এবং প্যারাগুয়ে ভেনেজুয়েলাকে হারাতে না পারে।
- আর্জেন্টিনা হেরে গেলে প্লে-অফে খেলবে, যদি কলম্বিয়া পেরুকে দুই বা এর বেশি গোলের ব্যবধানে হারায় এবং ভেনেজুয়েলা না হারে।
আর্জেন্টিনা প্লে-অফে খেলার সুযোগ পাবে যদি- কলম্বিয়া পেরুকে হারায় এবং প্যারাগুয়ে-ভেনেজুয়েলা ম্যাচটা ড্র হয়।
- এছাড়া পেরু কলম্বিয়াকে হারায়, চিলি দুই বা এর বেশি গোলের ব্যবধানে হারে ব্রাজিলের কাছে এবং প্যারাগুয়ে ভেনেজুয়েলাকে হারাতে না পারে।
- কলম্বিয়া পেরুকে হারায় এবং চিলি দুই বা এর বেশি গোলের ব্যবধানে হারে ব্রাজিলের কাছে।
- পেরু-কলম্বিয়া ম্যাচ ড্র হয়, চিলি দুই বা এর বেশি গোলের ব্যবধানে হারে ব্রাজিলের কাছে এবং ভেনেজুয়েলা না জেতে।
- পেরু দুই বা এর বেশি গোলের ব্যবধানে হারে কলম্বিয়ার কাছে এবং একই ব্যবধানে চিলি হারে ব্রাজিলের কাছে।

পয়েন্ট টেবিল:
দেশ ----------- পয়েন্ট
১. ব্রাজিল ------ ৩৮
২. উরুগুয়ে ---- ২৮
৩. চিলি ---------২৬
৪. কলম্বিয়া------২৬
৫. পেরু---------২৫
৬. আর্জেন্টিনা---২৫
৭. প্যারাগুয়ে----২৪
৮. ইকুয়েডর----২০
৯. বলিভিয়া-----১৪
১০. ভেনেজুয়েলা- ৯

Post a Comment

0 Comments