Header Ads Widget

Responsive Advertisement

বিশ্বকাপের দেশে প্রথম জয় পেল আর্জেন্টিনা

বিশ্বকাপের দেশে প্রথম জয় পেল আর্জেন্টিনা

২০১৮ ফিফা বিশ্বকাপের আয়োজক দেশ রাশিয়া। তাই কোন প্রকার বাছাই পর্বের ম্যাচ খেলা ছাড়াই নিশ্চিত হয়েছে তাদের বিশ্বকাপ অংশগ্রহন। অপরদিকে লিওনেল মেসির আর্জেন্টিনা প্রায় শেষ মুহূর্তে টিকিট পেয়েছে বিশ্বকাপের।
আসন্ন বিশ্বকাপের এখনও প্রায় সাত মাস মানে ২১১ দিন বাকি। এরই মধ্যে দল অংশগ্রহনকারী দল গুলো উঠে পড়ে লেগেছে অনুশীলন ও কন্ডিশন ক্যাম্পে। তারই ধারাবাহিকতায় আজ আয়োজক রাশিয়ার মুখোমুখি হয় মেসির আর্জেন্টিনা।
স্বাগতিক হিসাবে দারুণ ভাবে রুখে দিয়েছিল রাশিয়া। কিন্তু ৮৬ মিনিটে মেসির দুর্দান্ত পাসে আগুয়েরো গোল করে আর্জেন্টিনার জয় নিশ্চিত করে। তবে খেলাটি ছিল খুবই দর্শনীয়।
৮৭ মিনিটে আগুয়েরোর বদলি হিসাবে মাঠ নামেন দিবালা। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মেসিরা। এ গোলের সুবাধে আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় হার্নান ক্রেসপোর সঙ্গে তিন নম্বরে উঠে এলো আগুয়েরো। দু'জনের গোল সংখ্যা এখন ৩৫টি করে। তার সামনে রয়েছেন কেবল লিওনেল মেসি ৬১টি এবং গ্যাব্রিয়েল বাতিস্তুতা ৫৪টি।
পুরো খেলায় ৭০ % বল দখলে রাখে মেসিরা। তবে রাশিয়ার ডিফেন্সের কাছে বার বার আটকে যায় তাদের আক্রমণ। এই ম্যাচকে দুই দল তাদের বিশ্বকাপ প্রস্তুতি হিসাবে নিজেদের ঝালাই করে নিল।

Post a Comment

0 Comments