Header Ads Widget

Responsive Advertisement

বিশ্বকাপের ড্র, কোন গ্রুপে ব্রাজিল-আর্জেন্টিনা?

বিশ্বকাপের ড্র, কোন গ্রুপে ব্রাজিল-আর্জেন্টিনা?

মস্কোর ক্রেমলিনে আজ শুক্রবার সন্ধ্যায় ‘ড্র অব লটস’-এর মাধ্যমে রাশিয়া বিশ্বকাপের গ্রুপ বিন্যাস এবং ক্রীড়াসূচি তৈরি হবে। এই অনুষ্ঠানের জন্য ইতিমধ্যেই রাশিয়ায় পৌঁছে গেছেন অংশগ্রহণকারী দেশগুলোর কোচ এবং কর্মকর্তারা। 
উপস্থিত থাকবেন একঝাঁক সাবেক তারকা। ড্রয়ের অনুষ্ঠান ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। উগ্রপন্থী হামলা ঠেকাতে নেয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।
শুক্রবার সন্ধ্যায় গ্রুপবিন্যাসের পর কোচেরা শুরু করে দেবেন হোম ওয়ার্ক। ব্রাজিল বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল জার্মানি। এবারও তারা অন্যতম ফেবারিট। এই তালিকায় অন্যান্য দল হলো ব্রাজিল, স্পেন, আর্জেন্টিনা। ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য পর্তুগালকেও অনেকে সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে ধরছেন। 
গত অক্টোবর মাসে ফিফা র‌্যাঙ্কিং অনুযায়ী চারটি পাত্রে রাখা হবে ৩২টি দেশকে। প্রথম পাত্রে থাকবে আয়োজক রাশিয়াও। লটারির মাধ্যমেই নির্ধারিত হবে আর্জেন্টিনা, ব্রাজিলের গ্রুপে কারা থাকবে।
প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ‘সুষ্ঠুভাবে বিশ্বকাপ আয়োজনের জন্য রাশিয়া সম্পূর্ণভাবে তৈরি।’ এবার রাশিয়া বিশ্বকাপের মোট ৬৪টি ম্যাচ হবে ১২টি ভেন্যুতে। ১৮০০ মাইল এলাকা জুড়ে ছড়িয়ে রয়েছে বিভিন্ন শহরে অবস্থিত ১২টি স্টেডিয়াম।
বাল্টিক সাগর থেকে উরাল পর্বতমালার মধ্যে বিস্তৃত এই ১১টি শহর। এর মধ্যে প্রধান হল মস্কোর লুঝনিকি স্টেডিয়াম। অন্য ভেন্যুগুলো হলো- স্পার্টাক স্টেডিয়াম, নিঝনি নভরোগড স্টেডিয়াম, মরডোভিয়া এরিনা, একতেরিনবার্গ স্টেডিয়াম, সেন্ট পিটার্সবার্গ স্টেডিয়াম, কালিলিনগ্রাড স্টেডিয়াম, ভালগোগ্রাড এরিনা, রোস্তভ এরিনা, ফিস্ট স্টেডিয়াম। বিশ্বকাপ চলাকালীন টিকিট হোল্ডারদের জন্য রাশিয়ার সব পাবলিক ট্রান্সপোর্ট ফ্রি। মস্কোর লুঝনিকি স্টেডিয়ামের ক্যাপাসিটি ৮১ হাজার।
১৪ জুন বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ এবং ১৫ জুলাই বিশ্বকাপের ফাইনাল এখানেই অনুষ্ঠিত হবে।

Post a Comment

0 Comments