Header Ads Widget

Responsive Advertisement

সন্ত্রাস, মাদক ও জঙ্গীবাদ নির্মূলে সোনারগাঁয়ে জনপ্রতিনিধি ঐক্য ফোরামের সমাবেশ

নারায়নগঞ্জের সোনারগাঁয়ে মহান বিজয় দিবস উপলক্ষে সন্ত্রাস, মাদক ও জঙ্গীবাদ নির্মূলে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জনপ্রতিনিধি ঐক্য ফোরামের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বুধবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় লিজা পাম্পের পাশে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সোনারগাঁ পৌরসভার মেয়র সাদেকুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় জাতীয় পার্টির যুগ্ম মহা সচিব, লিয়াকত হোসেন খোকা।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডা. আব্দুর রউফ, বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল হক, পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, কাঁচপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ ওমর, সনমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, শম্ভুপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রব, নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউসুফ দেওয়ান, জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামিম শিকদার শিপলুসহ বিভিন্ন ইউনিয়নের সদস্য ও জনপ্রতিনিধিরা। সমাবেশে জনপ্রতিনিধি ঐক্য ফোরাম আগামী জাতীয় সংসদ নির্বাচনে বর্তমান সাংসদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রধান অতিথির বক্তব্যে সাংসদ লিয়াকত হোসেন খোকা বলেন, আগামী সংসদ নির্বাচনের আমি জনগনের প্রার্থী হয়ে নির্বাচন করতে চাই। আমি সংসদ নির্বাচিত হওয়ার পর সোনারগাঁওয়ের স্কুল, কলেজ, রাস্তাঘাট, ব্রীজ, কালভার্ট নির্মাণের মাধ্যমে ব্যাপক উন্নয়ন করেছি। স্বাধীনতার পর থেকে সোনারগাঁওয়ের গুরুত্বপূর্ন ৩টি ব্রীজের দাবী ছিল। কিছুদিনের মধ্যেই এ তিন ব্রীজের কাজ শুরু হবে। তাছাড়া সোনারগাঁওয়ের মাদক, সন্ত্রাস কমে এসেছে। জনপ্রতিনিধি ঐক্য ফোরামের মাধ্যমে সুন্দর সোনারগাঁও গড়তে চাই।
নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সাংসদ আবদুল্লাহ আল কায়সারকে ইঙ্গিত করে খোকা বলেন, কায়সার নির্বাচিত হওয়ার পর সোনারগাঁওয়ে লুটপাট হয়েছে। সরকারী গ্যাস চুরি হয়েছে। গ্যাস বৈধ করে দেওয়ার কথা বলে তার লোকজন মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। আগামী নির্বাচনে আপনারা যোগ্য ব্যাক্তিকে নির্বাচিত করুন। যিনি সোনারগাঁয়ের উন্নয়নের কাজ করবে।

Post a Comment

0 Comments