Header Ads Widget

Responsive Advertisement

মেসিকে সতর্ক করে দিলেন নেইমার

আর ১৬৪ দিন পরই পর্দা উঠবে বিশ্বকাপ ফুটবলের ২১তম আসরের। ২০১৮ সালের জুনে রাশিয়াতে বসবে ফুটবলের এ মহাযজ্ঞ। আর ইতোমধ্যেই শেষ হয়েছে রাশিয়ায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপের ড্রয়ের আনুষ্ঠানিকতা। মস্কোতে অনুষ্ঠিত ড্র-তে চূড়ান্ত হয়েছে বিশ্বকাপের আট গ্রুপ।
এবার অপেক্ষা মাঠের লড়াই শুরু হওয়ার। ফুটবলের সবচেয়ে বড় এই মহাযজ্ঞের ২১তম আসর মাঠে গড়ানোর আগে বার্সেলোনার সাবেক সতীর্থ লিওনেল মেসিকে সতর্ক করে দিলেন নেইমার।
প্রশ্ন জাগতেই পারে, দুই দল তো দুই গ্রুপে তাহলে কেন এই সতর্কবার্তা? রাশিয়া বিশ্বকাপে ডি গ্রুপে আর্জেন্টিনার প্রতিপক্ষ আইসল্যান্ড, ক্রোয়েশিয়া ও নাইজেরিয়া। এর মধ্যে প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে আইসল্যান্ড। বিশ্বকাপে প্রথমবার হলেও নেইমার মনে করছেন, এবারের আসরে চমক দেখাতে পারে দলটি। যেটা মেসি ও তার দলের জন্য চিন্তার কারণ হতে পারে। এজন্যই মূলত নেইমারের সতর্কবার্তা।
গত বুধবার বার্সেলোনার স্প্যানিশ তারকা জেরার্ড পিকের সঙ্গে প্লেয়ার্স ট্রিবিউন নামক ক্রীড়া ওয়েবসাইটের সাক্ষাৎকারে উপস্থিত হয়েছিলেন নেইমার। সেখানেই আসন্ন রাশিয়া বিশ্বকাপ নিয়ে মজায় মেতে উঠেন এই দুই তারকা ফুটবলার। এসময় নেইমার জানান, আইসল্যান্ড চমক দেখাতে পারে। নাইজেরিয়া, ক্রোয়েশিয়া এবং আর্জেন্টিনার মাথা ব্যথার কারণ হতে পারে তারা।
সাক্ষাতকার চলাকালীন নেইমারের কাছে জানতে চাওয়া হয়, কোন দলগুলো বিশ্বকাপে চমক দেখাতে পারে? জবাবে প্রথমবার বিশ্বকাপে অংশ নিতে যাওয়া আইসল্যান্ডকে 'ডার্কহর্স' উল্লেখ করেন প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড বলেন, ‘বিশ্বকাপে চমক... সেটা হতে পারে আইসল্যান্ড। আমি তাদের খেলা দেখি। তারা অনেক ভাল খেলে।
আমি তাদের খেলা পছন্দ করি। তারা বিশ্বকাপে চমক দেখাতে পারে। এবার বিশ্বকাপের ডাক হর্স তারা।’
আগামী ১৪ জুন মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে পর্দা উঠবে বিশ্বের সবচেয়ে বিশ্বকাপ ফুটবলের ২১তম আসরের। ১৪ জুন থেকে ২৮ জুন পর্যন্ত গ্রুপপর্বের ৪৮ ম্যাচ অনুষ্ঠিত হবে। ৩০ জুন থেকে শুরু হবে নকআউট পর্বের খেলা। ৩০ জুন থেকে ৩ জুলাইয়ের মধ্যে হবে শেষ ১৬'র ম্যাচগুলো। কোয়ার্টার ফাইনাল হবে ৬ ও ৭ জুলাই। এরপর ১০ ও ১১ জুলাই হবে দুটি সেমিফাইনাল। ১৪ জুলাই হবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। আর ১৫ জুলাই মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল।

Post a Comment

0 Comments