Header Ads Widget

Responsive Advertisement

ব্রাজিল কাউকে ভয় পায় না’

‘ব্রাজিল কাউকে ভয় পায় না’
ফিফা ডটকমের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে নেইমার বলেন, ‘যে কারো বিপক্ষে লড়তে প্রস্তুত ব্রাজিল। আমরা (ব্রাজিল) কাউকে ভয় পাই না। এটা আমাদের রীতি। ব্রাজিল অবশ্যই প্রতিপক্ষের বাধা টপকে যাবে।’
‘বিশ্বকাপ বলে কথা, এখানো সেরা দলগুলোই টিকিট কেটেছে। সবাই ভালো প্রস্তুতি নিয়েই মাঠে নামবে। লড়াই করার মতো সামর্থ্য সব দলেরই আছে। আপনি ঢালাওভাবে একটা দলকে অন্যটির চেয়ে খাটো করে দেখতে পারবেন না। হয়তো কোনো দিক থেকে তারা দুর্বল। প্রতিযোগিতাটা যখন বিশ্বমঞ্চে, তখন প্রস্তুতিটা অবশ্যই তাদের আছে।’ মন্তব্য নেইমারের।
একদিন আগে জমকালো আয়োজনে মস্কোর স্টেট ক্রেমলিন প্যালেসে অনুষ্ঠিত হয়েছে রাশিয়া বিশ্বকাপের আনুষ্ঠানিক ড্র। প্রায় ছয় হাজার দর্শক ধারণ ক্ষমতাসম্পন্ন ক্রেমলিন কনভেনশন হলে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে চূড়ান্ত হলো ২০১৮ বিশ্বকাপের গ্রুপ পর্বে কে কার প্রতিপক্ষ।
উল্লেখ্য, গ্রুপ পর্বে হট ফেভারিট ব্রাজিল প্রতিপক্ষ হিসেবে পেয়েছে সুইজারল্যান্ড, কোস্টারিকা, সার্বিয়াকে।
১৪ জুন থেকে ১৫ জুলাই রাশিয়ায় বসছে ফিফা বিশ্বকাপের ২১তম আসর। ২০০৬ ফিফা বিশ্বকাপের পর প্রথমবারের মতো ইউরোপের মাটিতে অনুষ্ঠিত হবে ফুটবলের এই মহাযজ্ঞ।
রাশিয়ার ১১ শহরের ১২টি স্টেডিয়ামে গড়াবে মেসি-নেইমার-রোনালদোদের ফুটবলযুদ্ধ। ১৫ জুলাই মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে শিরোপা ফয়সালার মধ্য দিয়ে শেষ হবে বিশ্বকাপ উত্তেজনা।

Post a Comment

0 Comments