Header Ads Widget

Responsive Advertisement

রাতে

রাতে রিয়ালের মুখোমুখি পিএসজি।
চ্যাম্পিয়ন ট্রফির শেষ ষোলতেই রিয়ালের সামনে বাধা পিএসজি। সেই বাধা টপকাতে বুধবার ১৪ ফেব্রুয়ারি সান্তিয়াগো বার্নাব্যুতে শেষ ষোলোর প্রথম লেগে মুখোমুখি হচ্ছে পিএসজির।
প্যারিস জায়ান্টদের বিপক্ষে লড়াইয়ের আগে রিয়াল কোচ জিনেদিন জিদান জানাচ্ছেন, প্রস্তুত তার দল। চলতি লা লিগায় খুঁড়িয়ে খুঁড়িয়ে চলা রিয়াল শনিবার রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে পেয়েছে ৫-২ গোলের বড় জয়। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে অবশ্য দেখা মিলল গম্ভীর এক জিদানেরই। সেই গম্ভীরতাই পিএসজিকে দিচ্ছে কঠিন বার্তা।
‘আমরা প্রস্তুত। এবং এটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমরা শুধু বুধবারের ম্যাচটা নিয়েই ভাবতে চাই। সেটাই আমাদের সামনে প্রধান চ্যালেঞ্জ।’
অন্যদিকে পিএসজির আর্জেন্টাইন তারকা ডি মারিয়া নামার আগেই হুংকার ছুড়লেন। জানালেন, গত মৌসুমের চেয়ে এবার বেশ শক্তিশালি পিএসজি। এছাড়া হাইভোল্টেজ ম্যাচগুলোতে ভাগ্যেরও ব্যাপার-স্যাপার থাকে।
তবে আর্জেন্টাইন তারকা মানছেন রিয়াল মাদ্রিদ দারুণ একটি দল। চ্যাম্পিয়ন্স লিগে তারা সবসময়ই পারফর্ম করে। যখনই চ্যাম্পিয়ন্স লিগের সংগীত বেজে ওঠে, তাদের খেলোয়াড়রা বদলে যায় এবং সেরাটা খেলে।'
প্রসঙ্গত, খেলাটির শুরু হবে রাত ১-৪৫ মিনিটে। সরাসরি সম্প্রচার করবে সনি টেন টু।

Post a Comment

0 Comments