Header Ads Widget

Responsive Advertisement

মৃত্যুর গুজবে চটেছেন এটিএম শামসুজ্জামান

মৃত্যুর গুজবে চটেছেন এটিএম শামসুজ্জামান.
পুরান ঢাকায় নিজের বাড়ির আশপাশে রাতেও ঘুরে বেরানো ও খোশমেজাজে আড্ডা দিয়েছেন এটিএম শামসুজ্জামান। বর্তমানে বাসাতে আপনমনে ভালোই আছেন এই গুণী অভিনেতা।
সোমবার রাতে হঠাৎ তার মৃত্যুর গুজব ছড়িয়ে যায়। একটি স্বনামধন্য টিভি চ্যানেলও সেই খবর প্রচার করে। নিজের কানে নিজের মৃত্যুর গুজব শুনে বেশ চটেছেন তিনি।
এক প্রতিবেশীর ফেসবুক লাইভে এসেছিলেন এটিএম শামসুজ্জামান। ভালো আছেন তিনি। এর আগেও সাত-আট বার তার মৃত্যু গুজব ছড়িয়েছে। তাই রাগ করেই তিনি বলছিলেন, ‘এসব করে তো লাভ নাই। যারা মৃত্যুর গুজব ছড়িয়েছে তারা গাঁজা, ইয়াবা খায় মনে হয়। যেদিন মারা যাবো সেইদিন তো আর কেউ বাঁচিয়ে রাখতে পারবে না।’
এটিএম শামসুজ্জামান টিভি চ্যানেলটির সমালোচনা করে বলেন, ‘এমন একটি খবর নিশ্চিত না হয়ে কেমন করে তারা প্রচার করে। আমার বাসার ফোন নম্বরে একটি কল দিলেই তো হতো।’
শেষ, গত এপ্রিলেও একবার মৃত্যুর গুজব ওঠে এই অভিনেতার।
এটিএম শামসুজ্জামান বাংলাদেশের বর্ষীয়ান কাহিনীকার, সংলাপ রচয়িতা, চিত্রনাট্যকার, চলচ্চিত্র পরিচালক এবং অভিনেতা। সহকারী পরিচালক হিসেবে যাত্রা শুরু করে লেখক হিসেবে সুনাম অর্জন শেষে অভিনয়ে স্থায়ী হন এটিএম শামসুজ্জামান।

Post a Comment

0 Comments