Header Ads Widget

Responsive Advertisement

বিশ্বসেরা মেসি সম্পর্কে জানা-অজানা ১৬ তথ্য

বিশ্বসেরা মেসি সম্পর্কে জানা, অজানা ১৬ তথ্য.


বর্তমান সময়ে ফুটবল নিয়ে আলোচনা করলে সবার আগে যার নামটি উঠে আসে তিনি আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি। গোটা বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয় এই ফুটবলার। আর্জেন্টিনার চাইতে নিজের পরিচিতিটা ক্লাব বার্সেলোনার হয়েই বেশি তার। ক্লাব ফুটবলের হয়ে জেতা যায় এমন সকল ট্রফিতেই চুমু খেয়েছেন মেসি। কিন্তু অপূর্ণতা তার একটাই জাতীয় দলের জার্সিতে জিততে পারেননি বড় কোন শিরোপা। তিন বার মেগা ইভেন্টের ফাইনাল খেলেও ভাগ্যদেবী সহায় না হওয়ায় সোনালী ট্রফিটা অধরাই রয়েছে গেছে মেসির। ৩০ বছর বয়সী ফুটবলারকে ঘিরে আসন্ন বিশ্বকাপে আর্জেন্টিনার যত প্রস্তুতি। সোনালী ট্রফিটা উঁচিয়ে ধরেই মেসিকে ফুটবল থেকে বিদায় জানাতে বদ্ধ পরিকর সাম্পাওলির দল। মেসির হাতে বিশ্বকাপের ট্রফি তুলতে সম্ভাব্য সব করতে মরিয়া টিম আর্জেন্টিনা। 
ফুটবলের এই মহানায়ককে নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। তাই আমাদের নিয়মিত আয়োজন ‘জানা-অজানা’ অধ্যায়ের পঞ্চম পর্বে আজ গোনিউজ পাঠকদের জন্য রয়েছে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি সম্পর্কে জানা-অজানা ১৬ তথ্য।
১. পুরোনাম লিওনেল আন্দ্রেস মেসি কুচ্চিত্তিনি।
২. আর্জেন্টিনার রোজারিওতে ১৯৮৭ সালের ২৪ জুন জন্ম এই বিস্ময় বালকের। 
৩. মাত্র ২১ বছর বয়সে মেসি ব্যালন ডি’অর ও ফিফা বর্ষসেরা পুরস্কারের জন্য মনোনিত হন।
৪. ২২ বছর বয়সে প্রথমবার ব্যালন ডি’অর ও ফিফা বর্ষসেরা পুরস্কার জিতেন। ২০১০ সাল থেকে ব্যালন ডি’অর ও ফিফা বর্ষসেরা পুরস্কার দুটিতে এক করে নাম দেওয়া হয় ফিফা ব্যালন ডি’অর। 
৫.ক্যারিয়ারে মোট পাঁচ বার বিশ্বসেরা ফুটবলার নির্বাচিত হন। 
৬. ২৫ বছর বয়সে তিনি লা লিগায় সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ২০০ গোল করার কৃতিত্ব অর্জন করেন।
৭. স্বদেশী গ্রেট ম্যারাডোনাকে টপকে দেশের হয়ে সর্বোচ্চ গোলের মালিক এখন মেসি (৬৪)।
৮. ২০১৭ সালের মে মাসে তিনি বার্সেলোনার হয়ে নিজের ৫০০তম গোলের মাইলফলক স্পর্শ করেন।
৯. প্রতিযোগিতামূলক ফুটবলে সব মিলিয়ে ৬১৬ গোল করেছেন মেসি। ক্লাব বার্সেলোনার হয়ে ৫৫২ গোল ও দেশের হয়ে করেন ৬৪ গোল। 
১০. লা লিগায় এক ক্লাবের হয়ে সর্বোচ্চ গোল: ৩৮৩টি।
১১. লা লিগায় এক মৌসুমে সর্বোচ্চ গোলদাতা: ৫০ গোল।
১২.লা লিগায় এক মৌসুমে সর্বোচ্চ হ্যাট্রিক: ৮ হ্যাট্রিক।
১৩. একদা তারা আমাকে বলত, আমাকে থামাতে হলে বন্দুকের প্রয়োজন। কিন্তু আজ আমি বলছি, মেসিকে থামাতে হলে মেশিনগান প্রয়োজন- হিরস্টো স্টোইচকোভ।
১৪. মেসির ডান পায়ের প্রয়োজন হয়না। সে শুধু বাম পায়েই বিশ্ব সেরা। একবার ভাবুন, সে যদি ডান পাও ব্যবহার করত তাহলে আমরাই সমস্যায় পড়ে যেতাম- ইব্রাহিমোবিচ।
১৫. রোনালদোর জীবনে একমাত্র খারাপ জিনিস হল মেসি। যদি মেসি না থাকত তাহলে রোনালদোই হত বিশ্বসেরা- স্কলারি।
১৬. এল ক্ল্যাসিকোতে সর্বোচ্চ গোল: ২৬টি।

Post a Comment

0 Comments