Header Ads Widget

Responsive Advertisement

গুরু জিনেদিন জিদান ফিরেছেন। তাই গুঞ্জন উঠেছে ফিরছেন তার প্রিয় শিষ্য ক্রিস্টিয়ানো রোনালদোও। এখান দেখার বিষয় রিয়াল সমর্থকদের আশা ভরসা কতটা বাস্তবে রুপ নেয়।
মূলত দুই মহারথী (জিদান-রোনালদো) বিদায়ে বেশ বিপাকে পড়ে রিয়াল মাদ্রিদ।  চলতি মৌসুমে ইতোমধ্যে তিনটি শিরোপা (চ্যাম্পিয়নস লিগ, লা লিগা, কোপা ডেল রে) খোঁয়ায় জনপ্রিয় ক্লাবটি। এ শোচনীয় অবস্থা থেকে উত্তরণে এবং উপায় না পেয়ে জিদানকে ফের কোচ বানায় রিয়াল। এমনকি তার সঙ্গে ২০২২ সাল পর্যন্ত চুক্তিও করে ফেলে তারা। 
 
জিদানের আগমণের কারণে আন্তর্জাতিক মিডিয়ায় বেশ ভালোভাবেই প্রচার হচ্ছে রোনালদোও ফিরছেন বার্নাব্যুতে।  আর এ নিয়ে সাংবাদিকদের সামনে কথাও বলেন জিনেদিন জিদান, ‘এখন এ নিয়ে আমরা কথা না বলি। আসলে আমি তা নিয়ে ভাবছি না। সামনে আরো ১১টি ম্যাচ আছে আমাদের। এরপর দেখা যাবে আগামী বছর কি হয়। আমরা সবাই অবগত, এ ক্লাবের ইতিহাসের সেরা খেলোয়াড় রোনালদো।’
জিদান আরো যোগ করেন, ‘এ মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ক্লাবে প্রত্যাবর্তন। আমি এখন আসন্ন ম্যাচগুলো নিয়ে ভাবছি। পরে এ নিয়ে চিন্তা করার সময় পাব। তবে এটুকু বলতে পারি, সঠিক ফুটবলারকে আমরা আসছে মৌসুমের পরিকল্পনায় রাখব।’

Post a Comment

0 Comments