Header Ads Widget

Responsive Advertisement

স্বপ্নের সময় অতিক্রম করছে বার্সেলোনা। গত সপ্তাহে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে কোপা দেল রের ফাইনালে পৌঁছে গিয়েছে তারা। একই সঙ্গে লিগের ম্যাচেও তাদের হারিয়েছেন মেসিরা। আগামী সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে নামবেন সুয়ারেজরা। এ ছাড়াও, নতুন মৌসুম নিয়ে এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন বার্সা কর্তৃপক্ষ।
আর সেই তালিকায় রয়েছেন অনেক তারকা। যাদের মধ্যে অন্যতম আয়াখস তথা নেদারল্যান্ডসের তরুণ ডিফেন্ডার মাথিস ডি লিট। বার্সেলোনার প্রেসিডেন্ট, স্প্যানিশ রেডিও স্টেশন কাদেনা এসইআর-কে দেওয়া সাক্ষাৎকারে জানান, ‘এই বিষয়ে আমরা খুব দ্রুত কথা বলব। তখনই সিদ্ধান নেব। তবে ও আমাদের তালিকায় রয়েছে।’
শুধু তাই নয়, বার্সেলোনা নিজেদের রেডারে রেখেছে আর্সেনালের ডিফেন্ডার নাচো মনরিয়ালকে। আর্সেনালের প্রথম দলের অন্যতম নির্ভরযোগ্য ফুটবলার স্পেনের নাচো। বার্সা তাকে দলে নিতে চায় আগামী দিনে দলের লেফটব্যাক জর্ডি অ্যালবার পরিবর্ত হিসাবে। ২০২০ পর্যন্ত আর্সেনালের সঙ্গে চুক্তি রয়েছে মনরিয়ালের।
একইসঙ্গে বার্সার নজরে রয়েছে জুভেন্তাসের জোয়াও ক্যানসেলো। তাকে নজরে রেখেছে ম্যানইউও। শোনা যাচ্ছে ম্যানইউ না কি ইতিমধ্যেই ৬ কোটি পাউন্ডের অফারও রেখেছে।
তবে নতুন মরশুমে কী চিত্র দাঁড়ায়, তা সময়ই বলবে।

Post a Comment

0 Comments