Header Ads Widget

Responsive Advertisement

বিশ্বের সবচেয়ে দামি গাড়িটিও রোনালদোর দখলে

নারী নাকি গাড়ি? কার গুরুত্ব ক্রিস্টিয়ানো রোনালদোর কাছে বেশি? বলা মুশকিল। তবে দুটোই নাকি তার সমান পছন্দ। এ কথা নিন্দুকেরা বললেও খুব যে মিথ্যা বলে, তাও কিন্তু নয়। রোনালদোর জীবনে আসা নারীর তালিকা যেমন লম্বা, সেটিকে পাল্লা দিয়ে দিনকে দিন লম্বা হচ্ছে রোনালদোর ব্যবহার করা গাড়ির সংখ্যাও। রোনালদোর প্রেমিকার সঠিক সংখ্যা বের করতে যেমন হিমশিম খেতে হয়, একইভাবে রোনালদোর গাড়ির তালিকা করতে গিয়েও অনেকের মাথায় বাড়ি পড়ছে—সংখ্যাটা এ-ত! মিল আরেক জায়গায় আছে।
 
রোনালদো যেমন ঘন ঘন প্রেমিকা পাল্টান, তেমনি পাল্টান গাড়ির মডেলও। বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারটির গ্যারেজে ‘চাকাধুলি’ পড়েছে বিশ্বের নামকরা প্রায় সব গাড়িরই। তিনি নিজেও গাড়ির বিখ্যাত ব্র্যান্ড অডির দূত।
এবার গাড়ির তালিকায় যোগ করছেন বিশ্বের সবচেয়ে দামি গাড়িটি। যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম ডেইলি মেইলের এক রিপোর্ট থেকে জানা গেছে, ক্রিশ্চিয়ানো রোনালদো ফ্রান্সের বিখ্যাত গাড়ি নির্মাণ প্রতিষ্ঠান বুগাত্তির ‘লা ভোইতুরে নইর’ মডেলের গাড়ি কিনেছেন। যেটি এখন পর্যন্ত তৈরি হওয়া বিশ্বের সবচেয়ে দামি গাড়ি।
রিপোর্টে এসেছে, এই গাড়িটির মূল্য ১১ মিলিয়ন ইউরো (৯.৮৯ পাউন্ড), বাংলাদেশি মুদ্রায় যার দাম প্রায় ১০৪ কোটি টাকা!
বুগাত্তির এই গাড়িটি প্রথম প্রদর্শিত হয়েছিল জেনেভা মোটর শো ২০১৯ এ। ফ্রান্সের এই কোম্পানিটি তাদের ১১০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিলাসবহুল এই ‘সুপারকার’টির একটি মাত্র ‘প্রোটোটাইপ’ নির্মাণ করে। সেটিই কিনে নিয়েছেন রোনালদো।
ঘণ্টায় এটি ২৬০ মাইল পর্যন্ত স্পিড তুলতে পারে। তবে রোনালদো এখনই এই গাড়ি চালাতে পারবেন না। কেননা এখনও কিছু কাজ বাকি আছে এটির। সেসব সম্পন্ন হলে ২০২১ সালে এই গাড়ি রাস্তায় নামাতে পারবেন রোনালদো।
জুভেন্টাস তারকার গ্যারেজে বিলাসবহুল গাড়ি আছে আরও। তার সংগ্রহে আছে মার্সিডিস সি ক্লাস স্পোর্ট কোপ, রোলস-রয়েস ফ্যান্টম, ফেরারির ৫৯৯ জিটিও, ল্যাম্পবরগিনি এভেনটেডর এলপি৭০০-৪, অ্যাস্টন মার্টিন ডিবি ৯, ম্যাকলারেন এমপি৪ ১২সি, বেন্টলে কন্টিনেন্টাল জিটিসিসহ বেশ কয়েকটি গাড়ি।

Post a Comment

0 Comments