Header Ads Widget

Responsive Advertisement

আবারো প্রমাণ হলো কোহলি নন, ধোনিই আসল নেতা

আবারো প্রমাণ হলো কোহলি নন, ধোনিই আসল নেতা!।

ক্রিকেট বিশ্বের সবাই জানে, তার বিরুদ্ধে ‘কুনজর’ দিয়েছিলেন নির্বাচক প্রধান। বলে দিয়েছিলেন, পারফরম্যান্স করেই বিশ্বকাপে খেলার টিকিট নিশ্চিত করতে হবে। তারপর থেকেই যেন নয়া অবতারে দেখা যাচ্ছে রাঁচির রাজপুত্র মহেন্দ্র সিং ধোনিকে। শ্রীলঙ্কা সফর থেকে স্বপ্নের ছন্দে রয়েছেন তিনি তারপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চেন্নাইতে খেলতে নেমেই উইকেটের সামনে ও পেছনে ফুল ফুটিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি।
ইডেনে বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দ্বিতীয় একদিনের ম্যাচেও শিরোনামে তিনি। ব্যাটিংয়ে বেশি রান করতে পারেননি। তবে সব কিছু সুদে আসলে পুষিয়ে দিলেন উইকেটকিপার হিসেবে। পাশাপাশি দেখা গেল অতি পরিচিত ক্যাপ্টেন কুলকেও। ভারত দ্বিতীয় একদিনের ম্যাচে ৫০ রানে জিতে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ২-০ তে এগিয়ে গিয়েছে ইডেনে।
বৃহস্পতিবার ভারত প্রথম ব্যাট করতে নেমে ৫০ ওভারে ২৫৩ রান করে। এরপর অস্ট্রেলিয়া ব্যাট করতে নেমে ভুবনেশ্বর কুমারের হাতে দুটি উইকেট হারায়। অস্ট্রেলিয়ার দুই ওপেনার হিলটন কার্টরাইট ও ডেভিড ওয়ার্নার প্রথমেই ফিরে যান প্যাভিলিয়নে। এরপর অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ ও ট্রেভিস হেড যুগল নেমে অস্ট্রেলিয়ার পক্ষে আরো ৫০ রান যোগ করেন। এই জুটি ক্রমশ কঠিন হয়ে উঠছে দেখে শেষ পর্যন্ত উইকেটের পেছন থেকে নির্দেশ দিতে ঝাঁপিয়ে পড়েন। তিনি বোলারদের ও ফিল্ডারদের অধিনায়কের মতোই নির্দেশ দিতে থাকেন।
১৫ তম ওভারে যুযবেন্দ্র চহালকে বল হাতে নিতে দেখে ধোনি হার্দিক পাণ্ডেকে দুই পা পিছিয়ে দাঁড়াতে বলেন। কারণ তার অভিজ্ঞতা থেকে তিনি বুঝতে পেরেছিলেন যে স্মিথ সেই ওভারে মাত্র এক রান পাওয়ার পর বল দূরে পাঠানোর চেষ্টা করতে পারেন। ধোনি পাণ্ডেকে নির্দেশ দেন, ‘‘দো কদম পিছে রহেনা” (দু পা পিছিয়ে থাকো)।

Post a Comment

0 Comments