Header Ads Widget

Responsive Advertisement

ফিফার সেরা তিনে খেলোয়াড়, মেসি-রোনালদো-নেইমার

ফিফার সেরা তিনে মেসি-রোনালদো-নেইমার।
২০১৭ মৌসুমের সেরা খেলোয়াড় নির্বাচনের জন্য ২৪ জনের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এ তালিকায় ফিফার ঘোষিত সেরা তিন জনের তালিকায় স্থান পেয়েছেন লিওনেল মেসি, নেইমার ও ক্রিশ্চিয়ানো রোনালদো।
২০১০ সাল থেকে ফিফা বর্ষসেরা পুরস্কার ও ফ্রান্স ফুটবলের ব্যালন ডি’অর একীভূত হয়ে ২০১৫ পর্যন্ত ফিফা ব্যালন ডি’অর নামে পুরস্কারটি দেওয়া হয়। তবে ২০১৬ সাল থেকে ফিফা ও ব্যালন ডি’অর আলাদাভাবে পুরস্কার দেওয়া শুরু করে। সেবার ফিফার বর্ষসেরা পুরষ্কারটি রোনালদোর দখলে যায়।
২৩ অক্টোবর লন্ডনে ঘোষণা করা হবে বিজয়ীর নাম।
গত বছর ভোটাভুটিতে রোনালদোর পরে ছিলেন মেসি। তৃতীয় স্থানে ছিলেন অ্যান্টনিও গ্রিজম্যান। ব্রাজিলের পোস্টারবয় নেইমার চতুর্থ হয়েছিলেন। এবার সেরা তিনে চলে আসলেন।
গত নয় বছরে বর্ষসেরা ফুটবলারের পুরস্কার মেসি ও রোনালদো ছাড়া জিততে পারেনি আর কেউ। বার্সেলোনা তারকা পাঁচবার ও রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড চারবার জিতেছেন।

Post a Comment

0 Comments