Header Ads Widget

Responsive Advertisement

সোনারগাঁয়ে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ডাকাত সর্দার নিহত

সোনারগাঁয়ে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ডাকাত সর্দার নজরুল ইসলাম নিহত হয়েছে। এসময় ডাকাতের গুলিতে দুই পুলিশ সদস্য আহত হয়। পুলিশ ডাকাতদের কাছ থেকে এক রাউন্ড গুলি একটি বিদেশী পিস্তল সহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ভোর রাতে বারদী ইউনিয়নের ফুলদী এলাকায়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে প্রেরন করেছে। সোনারগাঁ থানার ওসি মোর্শেদ আলম জানান, উপজেলার বারদী ইউনিয়নের ফুলদী এলাকার সাদেক সাহেবের বালু ভরাটকৃত জায়গায় ১০ থেকে ১৫ জনের একটি দল ডাকাতির প্রস্তুতি নেয়। এ সংবাদ পেয়ে সোনারগাঁ থানা পুলিশের ৩টি টিম ঘটনাস্থলে পৌঁছে ডাকাতদের ঘেরাও করে ফেলে ।পুলিশকে লক্ষ্য করে গুলি ছুরতে থাকে ডাকাতরা। পরে পুলিশ পাল্টা গুলি করলে আন্তজেলা ডাকাত সর্দার নজরুল ইসলাম নিহত হয়। এসময় ডাকাতদের গুলিতে এ এস আই সামান মিয়া ও কনস্টেবল মমিন আহত হয়। আহত ২ পুলিশ সদস্যকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে এক রাউন্ড গুলিসহ একটি বিদেশী পিস্তল, ৩টি ছোড়া, একটি চাপাতি ও একটি কাউয়াল উদ্ধার করা হয়। নিহত ডাকাত সর্দার নজরুলের বিরুদ্ধে সোনারগাঁ সহ দেশের বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি ও অপহরনসহ ১২টি মামলা রয়েছে। নজরুল একটি মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী। ডাকাত সর্দার নজরুল উপজেলার পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

Post a Comment

0 Comments