Header Ads Widget

Responsive Advertisement

কোন দেশের কতজন প্লেয়ার অংশ নিচ্ছে আইপিএলে

কোন দেশের কতজন প্লেয়ার অংশ নিচ্ছে

ঢাকায় টাকা উড়ে। প্রবাদটি একেবারেই ভুল প্রমাণ করেছে আইপিএল পাড়া। এখন থেকে বলতে হবে, আইপিএল পাড়ায় টাকা উড়ে। এখানে কয়েক মিনিটের ব্যবধানে কোটিপতি বনে যায় অখ্যাত খেলোয়াড়ও। চোখ কপালে ওঠার মতো অবস্থা নজির হয় ক্ষণে ক্ষণে।
এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আইপিএল অংশগ্রহনকারী ৮টি ফ্রাঞ্চাইজিটি মোটে ১৬৯ প্লেয়ার কিনেছে। জানুয়ারিতে বেঙ্গালুরুতে অনুষ্ঠিত নিলামে দুইদিন কোটি টাকার বিনিময়ে পছন্দের দল সাজিয়েছে।
আইপিএল সিজন ১১ এ প্রথমবারের মতো সর্বোচ্চ সংখ্যক অর্থাৎ তিনজন প্লেয়ার অংশ নিচ্ছে আফগানিস্তানের। এছাড়া বাংলাদেশ থেকে দুইজন এবং নেপাল থেকেও একজন খেলোয়াড় অংশ নিচ্ছে।
চলুন দেখে আসি কোন দেশের কতজন খেলোয়াড় অংশ নিচ্ছে এবারের আইপিএলে।
টোটাল বিক্রিত খেলোয়াড়-১৬৯ জন।
ইন্ডিয়ান খেলোয়াড় ১১৩ জন,
অস্ট্রেলিয়ার খেলোয়াড় ১৭জন,
আফগানিস্তানের ৪ জন,
ইংল্যান্ড ৮ জন,
নেপাল ১ জন,
নিউজিল্যান্ড ৭ জন,
সাউথ আফ্রিকা ৮ জন,
শ্রীলঙ্কা ২ জন।

Post a Comment

0 Comments