Header Ads Widget

Responsive Advertisement

সড়ক দুর্ঘটনায় মারা গেছেন সুরেশ রায়না

মারাত্মক এক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ভারতীয় ক্রিকেটারের।বিভিন্ন ইউটিউব চ্যানেলে এমন খবর গত কয়েকদিন ধরে ছড়িয়ে পড়তেই সর্বত্র হইচই পড়ে যায়।আর তাতে ভক্ত-সমর্থকদের মাঝে নামে শোকের ছায়া।কিন্তু আসলেই কি রায়না মারা গেছেন? না মূলত একটি পক্ষ গুজব ছড়ায় এই সাবেক ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে। বিষয়টি নজর এড়ায়নি সুরেশ রায়নারও। নজরে আসার নিজের ও নিজের পরিবারের জন্য বিষয়টি খুব অস্বস্তিকর বলেও দাবি করেছেন তিনি। সম্প্রতি এক টুইট করে রায়না বলেন, ‘বেশ কয়েকদিন ধরে আমার গাড়ি দুর্ঘটনা নিয়ে অনেকগুলো ভিডিও বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। আমার ও আমার পরিবারের পক্ষে এই গুজবটি সত্যিই খুব অস্বস্তিকর। এই ধরনের কোনো গুজবে কান দেবেন না। যারা এই গুজব ছড়াচ্ছেন তাদের বিরুদ্ধে খুব শিগগিরই কড়া পদক্ষেপ নিতে চলেছি। আমি ইউটিউব কর্তৃপক্ষকে এই নিয়ে অভিযোগ জানিয়েছি। উল্লেখ্য, মাঝে মধ্যেই এমন সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়েছে একটি মহল। এর আগে পাকিস্তানের ওমর আকমল মারা গেছেন বলেও একটি খবর প্রচারিত হয়।পরেই আকমল নিজেই লাইব ভিডিওতে এসে জানান তিনি জীবিত আছেন।

Post a Comment

0 Comments