Header Ads Widget

Responsive Advertisement

 সোানরগাঁয়ে ’চাঁদা না পেয়ে’ হোটেল ভাংচুর


চাঁদা না পেয়ে খাবারের হোটেলে ভিতরের আসবাবপত্র ভাংচুর ও নগদ টাকা লুটে নেয়ার অভিযোগ উঠেছে যুবদলের নেতা আ: রবের বিরুদ্ধে। গতকাল বিকাল ২টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাড়িয়ারচরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় হোটেলের মালিক মো: আব্দুল্লাহ সোনারগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করেছে।


ভুক্তভোগী ব্যবসায়ী আব্দুল্লাহ অভিযোগ করে বলেন, উপজেলা পিরোজপুর ইউনিয়নের আষাড়িয়াচর এলাকায় মো: আব্দুল্লাহ র্দীঘদিন ধরে বিসমিল্লাহ নামে একটি খাবার হোটেলের ব্যবসা করেন। হঠাৎ করে গতকাল বুধবার বিকালে যুবদলের নেতা আ: রব (৩৮),মো: শাহ আলম(৫৫),মো:সেলিমসহ ১০/১৫ জন সন্ত্রাসীদল খাবারের হোটেলে হামলা চালায়। আ: রব বলেন এ এলাকায় ব্যবসা করতে হলে চাঁদা অবশ্যই দিতে হবে। তবে দুই ল¶ টাকা চাঁদা দাবী করে। চাঁদা দিতে অ¯^ীকার করলে তারা হোটেল ভাংচুর করে এবং হোটেলের খাবার বাইরে ফেলে দেয়। এ সময় সন্ত্রাসীরা হোটেলের ক্যাশবাক্স খুলে ২০ হাজার নগদ টাকা নিয়ে নেয়। পরে হোটেলে থাকা ৬টি লোহার কড়াই রান্না করা খাবারসহ প্রায় ৫০ হাজার টাকার লুট করে নিয়ে পালিয়ে যায়।


সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ হাফিজুল ইসলাম বলেন, এ বিষয়ে অভিযোগের ভিত্তিতে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হবে।


Post a Comment

0 Comments