
আন্তর্জাতিক সংবাদসংস্থার একটি রিপোর্ট অনুযায়ী, ওই বিশেষ যাজকটির নাম ‘ব্লেস ইউ-২’। ওই বিশেষ চার্চটির নাম ইভানগেলিকাল চার্চ। এই বিশেষ রোবোটিক যাজকটি মেটালিকের তৈরি। ওই রোবটটির মধ্যেই রয়েছে একটি স্পেশাল স্ক্রীন। সেখানেই সকলে আশীর্বাদের জন্য প্রার্থনা করে। আর তারপরের দৃশ্যটিই অবিশ্বাস্য। ওই রোবটটি হাসিমুখে হাত তুলে আশীর্বাদ করে তার ভক্তদেরকে। এমনকি সেই রোববটিও প্রত্যেককে বলে, ‘গড ব্লেস ইউ অ্যান্ড প্রোটেক্ট ইউ৷’
এমনকি এই রোবটটিকে এমন ভাবেই তৈরি করা হয়েছে, যেটি চার্চের উন্নয়নের জন্যও যে সমস্ত সিদ্ধান্ত নেওয়া হয় সেই সময়ও এই যাজকটিও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
0 Comments