গত মৌসুমের চ্যাম্পিয়নস লিগে নেইমার জাদুতে অবিশ্বাস্যভাবে ৬-১ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছিল কাতালানরা। কিন্তু রূপকথার জন্ম দিয়ে পরের রাউন্ডেই তাদের থামিয়ে দিয়েছিলো বুফনের জুভেন্টাস। আজ ইউরোপিয়ান প্রতিযোগিতাটির এই মৌসুমের শুরুর ম্যাচেই বার্সেলোনা প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে সেই জুভেন্টাসকে। তাই বাংলাদেশ সময় মঙ্গলবার দিবাগত রাত ১২-৪৫ মিনিটে ন্যু ক্যাম্পের এই লড়াইয়ে প্রতিশোধের ব্যাপারটি আসছে ঘুরেফিরে।
এবছর বার্সার চেহারা অনেকটাই পাল্টে গেছে। নেইমার গ্রীষ্মের দলবদলে পাড়ি জমিয়েছেন পিএসজিতে। তার বদলে বার্সা শিবিরে যোগ দিয়েছেন তরুণ তুর্কী ওসাসুনা ডেম্বেলে। বদল হয়েছে কোচের চেয়ারও। লুই এনরিকের ছেড়ে যাওয়া চেয়ারে বসেছেন এরনেস্তো ভালভারদে।
তবে ঘরের মাঠে চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে রয়েছে বার্সেলোনা। লা লিগায় এখন পর্যন্ত ন্যু ক্যাম্পে খেলা দুটো ম্যাচ জিতেছে তো বটেই, হজম করেনি একটা গোলও! তিন ম্যাচের তিনটিতেই জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনার কাছে জুভেন্টাসের জন্য তাই অপেক্ষা করছে কঠিন পরীক্ষা।
অন্যদিকে নেইমারের পিএসজিও মাঠে নামছে একই সময়ে। সেল্টিকের মাঠে আতিথ্য নেবে ফরাসি ক্লাবটি। ইংলিশ চ্যাম্পিয়ন চেলসি ঘরের মাঠে নামবে কারাবাগের বিপক্ষে। আরেক ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডও ঘরের মাঠে আতিথ্য দেবে এফসি বাসেলকে। আলিয়েঞ্জ অ্যারেনায় জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের প্রতিপক্ষ অ্যান্ডারলেখট। স্প্যানিশ ক্লাব অ্যাতলেতিকো মাদ্রিদ আবার আতিথ্য নেবে ইতালির রাজধানীর দল রোমার মাঠে।
এবছর বার্সার চেহারা অনেকটাই পাল্টে গেছে। নেইমার গ্রীষ্মের দলবদলে পাড়ি জমিয়েছেন পিএসজিতে। তার বদলে বার্সা শিবিরে যোগ দিয়েছেন তরুণ তুর্কী ওসাসুনা ডেম্বেলে। বদল হয়েছে কোচের চেয়ারও। লুই এনরিকের ছেড়ে যাওয়া চেয়ারে বসেছেন এরনেস্তো ভালভারদে।
তবে ঘরের মাঠে চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে রয়েছে বার্সেলোনা। লা লিগায় এখন পর্যন্ত ন্যু ক্যাম্পে খেলা দুটো ম্যাচ জিতেছে তো বটেই, হজম করেনি একটা গোলও! তিন ম্যাচের তিনটিতেই জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনার কাছে জুভেন্টাসের জন্য তাই অপেক্ষা করছে কঠিন পরীক্ষা।
অন্যদিকে নেইমারের পিএসজিও মাঠে নামছে একই সময়ে। সেল্টিকের মাঠে আতিথ্য নেবে ফরাসি ক্লাবটি। ইংলিশ চ্যাম্পিয়ন চেলসি ঘরের মাঠে নামবে কারাবাগের বিপক্ষে। আরেক ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডও ঘরের মাঠে আতিথ্য দেবে এফসি বাসেলকে। আলিয়েঞ্জ অ্যারেনায় জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের প্রতিপক্ষ অ্যান্ডারলেখট। স্প্যানিশ ক্লাব অ্যাতলেতিকো মাদ্রিদ আবার আতিথ্য নেবে ইতালির রাজধানীর দল রোমার মাঠে।
0 Comments