মেসির ‘ট্রিপল’ সেঞ্চুরি।
স্প্যানিশ লা লিগায় মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) রাতে এইবারের বিপক্ষে একাই চার গোল করে দলকে জয় উপহার দেন লিওলেন মেসি। জয়ের রাতে দারুণ এক মাইলফলকও গড়েন তিনি। সেটি হলো ন্যু-ক্যাম্পের জার্সিতে প্রতিপক্ষের জালে ৩০০ বার বল পৌঁছানোর রেকর্ড।
ম্যাচটিতে ন্যু-ক্যাম্পে প্রথমার্ধে মেসির গোলে এগিয়ে যায় বার্সেলোনা। এরপর পাওলিনহো ও ডেনিস সুয়ারেজ ব্যবধান ৩-০ করার পর ব্যবধান কমায় এইবার। ৫৯ এবং ৬২তম মিনিটে পরপর দুই গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন মেসি। যদিও এর পরে আরেকটি গোল করে সংখ্যা বৃদ্ধি করেন তিনি।
চলতি মৌসুমে লা লিগায় এটি মেসির দ্বিতীয় হ্যাটট্রিক। এখন পর্যন্ত পাঁচ ম্যাচে ৯ গোল করেছেন বার্সার নাম্বার টেন। মৌসুমের প্রথম পাঁচ ম্যাচে এটাই মেসির সর্বোচ্চ গোলের রেকর্ড। সবমিলিয়ে এটি মেসির ক্যারিয়ারের ৪৩তম হ্যাটট্রিক। বার্সার জার্সিতে ৩৯টি এবং আর্জেন্টিনার জার্সিতে চারটি হ্যাটট্রিক করেন কিং লিও।
স্প্যানিশ লা লিগায় এটি মেসির ২৮তম মিনিটে। লা লিগায় মেসির চেয়ে বেশি হ্যাটট্রিক করেছেন কেবল ক্রিস্টিয়ানো রোনালদো (৩২)। চার গোলের দিনে ২০১৭ সালে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৪০ গোল পূর্ণ হলো এলএমন টেনের।
0 Comments