Header Ads Widget

Responsive Advertisement

মহাবিপদে বার্সেলোনা, যা বললেন ক্রীড়া বিশ্লেষকরা

মহাবিপদে বার্সেলোনা, যা বললেন ক্রীড়া বিশ্লেষকরা।

দল বদলের বাজারে বার্সেলোনার হয়ে রেকর্ড ১০৫ মিলিয়ন ইউরোতে দলভূক্ত হওয়া তারকা স্ট্রাইকার ওসমান ডেম্বেলেকে শেষ পর্যন্ত অস্ত্রোপচারের টেবিলে বসতে হচ্ছে। গেতাফের বিপক্ষে লা লিগার সর্বশেষ ম্যাচে ডেম্বেলে বাম থাইয়ের হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন। ফিনল্যান্ডের হেলসিঙ্কিতে তার অস্ত্রোপচার সম্পন্ন হবে বলে বার্সেলোনার এক বিবৃবিতে জানানো হয়েছে। পুরোপুরি সুস্থ হয়ে উঠতে কমপক্ষে চার মাস সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সোমবারই ফিনল্যান্ডে উড়ে গেছেন ডেম্বেলে। এসময় তার সাথে ছিলেন টিম ফিজিও ড: রিকার্ড প্রুনা।
স্থানীয় ক্রীড়া দৈনিক মার্কাতে প্রকাশিত একটি ছবিতে দেখা গেছে ফিনল্যান্ডের রাজধানীতে রওয়ানা হওয়ার আগে বিমানবন্দরে ডেম্বেলেকে হুইলচেয়ারের সাহায্য নিতে হয়েছে।
বার্সেলোনার হয়ে ফ্রেঞ্চ জাতীয় দলের এই তারকা এই মৌসুমে মাত্র তিন ম্যাচে অংশ নিয়েছেন। গত মাসে বরুসিয়া ডর্টমুন্ড থেকে রেকর্ড ফি’তে তিনি বার্সায় যোগ দেন। গেতাফের বিপক্ষে শনিবার ২-১ গোলের জয়ের ম্যাচটিতে মাত্র ২৯ মিনিটে ডেম্বেলে ইনজুরিতে পড়েন।
ক্যারিয়ারে এটাই ডেম্বেলের প্রথম বড় ধরণের কোনো ইনজুরি। বার্সা বস আর্নেস্টো ভালভার্দে মনে করেন, অভিজ্ঞ কোনো খেলোয়াড় হলে এই ধরনের পরিস্থিতিতে এত গুরুতর ইনজুরিতে নাও পড়তে পারতেন।
২০ বছর বয়সী ডেম্বেলে ছোটবেলা থেকেই বার্সেলোনার ভক্ত। আর নিজে সেই দলের হয়ে একদিন মাঠে নামবেন, এমন স্বপ্ন ছিল শৈশব থেকেই। দলবদলের আলোচনা শুরু হওয়ার পর থেকেই মূলত তিনি আর দ্বিতীয় কোনো চিন্তা করেননি। প্রাক-মৌসুমে ডর্টমুন্ডের হয়ে অনুশীলনে তাই একেবারেই মনোযোগী ছিলেন না।
ধারণা করা হচ্ছে, ইনজুরির মাত্রাটা হয়ত সে কারণেই কিছুটা গুরুতর হয়েছে। ডেম্বেলের এই ইনজুরিতে বার্সেলোনাকেও এখন আক্রমণভাগে বিকল্প খুঁজতে হচ্ছে।
সামনে রয়েছে চ্যাম্পিয়নস লীগের গ্রুপ পর্বের ম্যাচসহ ২৩ ডিসেম্বর রিয়াল মাদ্রিদের বিপক্ষে মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকো, যার কোনোটাই খেলার হচ্ছে না ডেম্বেলের। আন্তর্জাতিক পর্যায়েও আগামী মাসে বুলগেরিয়া ও বেলারুসের বিপক্ষে ফ্রান্সের শেষ দুটি বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে বিশ্রামেই থাকতে হচ্ছে দলের অন্যতম নির্ভরযোগ্য এই ফরোয়ার্ডকে।
কেন বার্সেলোনা ছাড়লেন নেইমার?
ক্রীড়া বিশ্লেষকদের মতে, অর্থ একটা বড় কারণ। ইতিহাসে এত দাম এখনো কোনো ফুটবলারের ওঠেনি। নেইমার বেতনও পাবেন আকাশচুম্বী।
আরেকটি কারণ লিওনেল মেসি।
নেইমার অনেক ভালো ফুটবলার, কিন্তু লিওনেল মেসি এখনো বার্সেলোনায় এক নম্বর। সেই স্থান, মর্যাদা যে সহসা বদলাবে সে সম্ভাবনা নেইমার দেখছেন না। কিন্তু তিনি জানেন পিএসজিতে গেলে তিনি হবেন সেখানকার মধ্যমণি।
কিন্তু পিএসজিই বা নেইমারকে নিতে তহবিল উজাড় করতে প্রস্তুত কেন?
ক্রীড়া বিশ্লেষক মিহির বোস বলছেন, “ক্লাবগুলো এখন আর শুধু ফুটবল খেলেনা, তারা এখন একেকটি কোম্পানি।”
“এমন নয় যে নেইমারকে নিয়ে পিএসজি রাতারাতি বিশ্বের শ্রেষ্ঠ ক্লাব হয়ে যাবে, চ্যাম্পিয়নস লীগ জিতে যাবে। কিন্তু এত পয়সা নিয়ে নেইমারের মত একজন ফুটবলারকে বার্সিলোনা থেকে ছিনিয়ে নিয়ে পিএসজি এটাই জানান দেবে যে তারাও শ্রেষ্ঠ ক্লাব হতে চায়, এবং সেই অর্থ শক্তি তাদের রয়েছে।”
তাছাড়া, নেইমারের মত ফুটবলারকে নিয়ে পিএসিজ এশিয়াতে নিজেদের পরিচিতি বিস্তৃত করতে চায়। নেইমারের নাম লেখা শার্ট বিক্রি করেও প্রচুর পয়সাও করতে পারবে পিএসজি। সুতরাং নেইমারের পেছনে রেকর্ড বিনিয়োগ থেকে যথেষ্ট মুনাফা করতে পারবে পিএসজি।

Post a Comment

0 Comments