Header Ads Widget

Responsive Advertisement

বিশ্ব ক্লাব র্যাংকিংয়ের শীর্ষে রিয়াল মাদ্রিদ

দলীয় সামর্থ্য এবং সাম্প্রতিক সফলতা বিবেচনায় এনে গোল ডট কমের সম্পাদকরা বিশ্বের ৩০টি শীর্ষ ক্লাব নির্বাচন করেছে। এদের মধ্যে সর্বাধিক ভোটে শীর্ষ ক্লাবের স্বীকৃতি পেয়েছে জিনেদিন জিদানের স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ।
গত মে মাসে কার্ডিফে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তারা জুভেন্টাসকে ৪-১ গোলে হারিয়ে শিরোপা জয় করেছে।
এখনো ইউরোপীয় শিরোপা জয় করতে না পারলেও ব্রাজিলীয় সুপার স্টার নেইমার এবং ফরাসি বিস্ময় বালক কিলিয়ান এমবাপ্পেকে দলে বিড়িয়ে শক্ত ভীত গড়ার কারণে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়ে এই তালিকার দ্বিতীয় আসনটি লাভ করেছে ফরাসি লিগ ওয়ানের ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)।
তালিকায় ঠাঁই পাওয়া শীর্ষ ২০টি ক্লাবের সবগুলোই ইউরোপের। ২২তম অবস্থানে জায়গা পেয়েছে দক্ষিণ আমেরিকার ক্লাব রিভার প্লেট।
শীর্ষ ১০টি ক্লাব হল: রিয়াল মাদ্রিদ, পিএসজি, জুভেন্টাস, বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ, অ্যাটলেটিকো মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি, ম্যানচেস্টার সিটি, নেপোলি।
Real Madrid top of the world club rankings

Post a Comment

0 Comments