Header Ads Widget

Responsive Advertisement

মেসির জোড়া গোলে শীর্ষে বার্সেলোনা

মেসির জোড়া গোলে শীর্ষে বার্সেলোনা।
ম্যাচটা বাতিল হতে বসেছিল। শেষ পর্যন্ত খেলা হল ঠিকই, কিন্তু ফাঁকা গ্যালারিতে। স্বাধীনতার দাবিতে সোচ্চার কাতালুনিয়ার গণভোটের দিন শূন্য গ্যালারিতে হল বার্সেলোনা-লাস পালমাসের ম্যাচ। আর এই ম্যাচে মেসির জোড়া গোলের সুবাদে ৩-০ গোলের জয় পেয়েছে বার্সেলোনা।
লা লিগার নতুন মৌসুমে এটি বার্সেলোনার টানা সপ্তম জয়। প্রথমার্ধে বার্সা কোনো গোল না পেলেও দ্বিতীয়ার্ধে অপ্রতিরোধ্য রূপে ধরা দেয়। বিরতির পর ম্যাচের ৪৯ মিনিটে এগিয়ে যায় বার্সেলোনা। মেসির কর্নার থেকে হেডে গোল করে দলকে এগিয়ে দেন সার্জিও বুস্কেটস।
ম্যাচের বাকি দুটি গোল মেসির পা থেকে আসে। ৭০ মিনিটে ডেনিস সুয়ারেজের পাস থেকে গোল করে বার্সার ব্যবধান দ্বিগুণ করেন মেসি। এর সাত মিনিট পর আবারো গোল করেন এই আর্জেন্টাইন তারকা। এবার তার গোলে অ্যাসিস্ট করেন লুইস সুয়ারেজ। ইভান রাকিতিচকে বল বাড়িয়েই ছুটে যান ডি-বক্সে। সুয়ারেসের পা হয়ে আসা বল ডি-বক্সে পেয়েই দুর্দান্ত এক শটে গোল করেন মেসি।
এই ম্যাচের পর ৭ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে বার্সেলোনা। আর এই ৭ জয়ে মেসির গোল ১১টি।

Post a Comment

0 Comments