রিয়ালে রোনালদোর 'দুঃস্বপ্নের' শুরু!।
রিয়াল মাদ্রিদে এর আগে আট মৌসুম খেলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। নবম মৌসুমে এসে সবচেয়ে বাজে অভিজ্ঞতা হলো পর্তুগিজ সুপারস্টারের। লস ব্লাঙ্কোসদের জার্সিতে স্প্যানিশ লা লিগার মৌসুমের প্রথম তিন ম্যাচে প্রথমবারের মতো গোলহীন রইলেন রোনালদো।
পাঁচ ম্যাচের নিষেধাজ্ঞার কারণে লা লিগার ২০১৭-১৮ মৌসুমের প্রথম চার ম্যাচে খেলতে পারেননি রোনালদো। নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পর রিয়াল বেটিস ও দেপোর্তিভো আলাভেসের বিপক্ষে গোল পাননি তিনি। রোববার রাতে এসপানিওলের বিপক্ষে রিয়াল ২-০ ব্যবধানে জয় পেলেও গোলের দেখা পাননি দলের প্রাণভোমরা রোনালদো।
মৌসুমের প্রথম তিন ম্যাচে এর আগে কখনোই গোলহীন থাকতে হয়নি রোনালদোকে। রিয়ালের জার্সিতে মৌসুমের শুরুতে সবচেয়ে দীর্ঘ সময় (২৭০ মিনিট) গোলহীন থাকার রেকর্ড রোনালদোর।
এর আগে ২০১০-১১ মৌসুমের শুরুতে গোল পেতে রোনালদোকে ২৫৫ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় রোনালদোকে। গত মৌসুমে লা লিগায় প্রথম গোলের জন্য তাকে অপেক্ষা করতে হয় মাত্র ছয় মিনিট।
রিয়াল মাদ্রিদের হয়ে প্রথম মৌসুমে (২০০৯-১০) লা লিগায় প্রথম গোলের জন্য ৩৪ মিনিট অপেক্ষা করতে হয় রোনালদো। ২০১১-১২ মৌসুমে ২৩ মিনিট এবং ২০১৪-১৫ মৌসুমে রোনালদো প্রথম গোলের জন্য অপেক্ষা করেন ৮৯ মিনিট। এছাড়া প্রথম গোলের জন্য ২০১২-১৩ মৌসুমে ২০৫ মিনিট, ২০১৩-১৪ মৌসুমে ২২৪ মিনিট এবং ২০১৫-১৬ মৌসুমে ১৮৬ মিনিট অপেক্ষা করতে হয় সিআর সেভেনকে।
0 Comments