২০০৩ থেকে ২০০৮ সাল পর্যন্ত, অর্থাৎ ৫ বছর বার্সেলোনায় কাটিয়েছেন ব্রাজিলীয়ান তারকা রোনালদিনহো। দুই বারের ফিফা বর্ষসেরা ফুটবলার তরুণ লিওনেল মেসির সঙ্গে গড়ে তুলেছিলেন দারুণ এক জুটি। কিন্তু ২০০৮ সালে বার্সেলোনা সমর্থকদের হতাশ করে ব্রাজিলিয়ান তারা পাড়ি ইতালিয়ান ক্লাব এসি মিলানে। হুট করে তার সেই ক্লাব বদল নিয়ে অনেক রকম গুঞ্জনই আছে। সবচেয়ে বড় গুঞ্জনটি ছিল বার্সেলোনার তৎকালীন কোচ পেপ গার্দিওলাকে জড়িয়ে। অনেকেই মনে করতেন, কোচ গার্দিওলার সঙ্গে মনোমালিন্যের কারণেই বার্সা ছেড়েছেন তিনি। এতো দিন মুখ খুলে বার্সেলোনা ছাড়ার সেই গোপন রহস্যটা ফাঁস করলেন রোনালদিনহো।
আর মুখ খুলেই ব্রাজিলিয়ান প্লে-মেকার বললেন, কোচ গার্দিওলাকে জড়িয়ে গুঞ্জনটা সত্য নয়। তার বার্সেলোনা ছাড়ার পেছনে গার্দিওলার হাত নেই! তাহলে আসল কারণটা কি? ব্রাজিলিয়ান তারকা যা বললেন, তা একটু বিস্ময়করই। রোনালদিনহোর দাবি, অনেক দিন বার্সেলোনায় খেলার পর একটু পরিবর্তন চাইছিলেন তিনি। তাই নিজের ইচ্ছাতেই বার্সেলোনা ছেড়ে নাম লেখান মিলানে!
0 Comments