বাস্তবে নেইমারের চেয়ে অনেক পিছিয়ে মেসি।
দরজায় কড়া নাড়ছে রাশিয়া বিশ্বকাপ। ২০১৮ সালের জুনেই বসতে যাচ্ছে ফুটবলের এ মহাযজ্ঞ। এবারের আসরে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল ও উরুগুয়ে ইতোমধ্যে তাদের বিশ্বকাপের টিকিট নিশ্চিত করলেও এখন পর্যন্ত অনিশ্চিত আর্জেন্টিরা বিশ্বকাপ খেলা।
বিশ্বকাপে খেলার সুযোগ পেতে হলে নিজেদের শেষ ম্যাচে ইকুয়েডোরের বিপক্ষে জিততে হবে লিওনেল মেসিদের। জয় ছাড়া যদি অন্য কোন ফলাফল আসে তবে বিশ্বকাপে খেলার সুযোগ হারাতে পারেন তারা।
কারণ বিশ্বকাপের বাছাই পর্বে ১৭ ম্যাচে মেসি বাহিনির জয় মাত্র ৬টিতে। বাকি ১১ ম্যাচের মধ্যে ৬ ড্র ও ৫ পরাজয়ের মিলে দুই বারের বিশ্বচ্যাম্পিয়নদের।
দলের এমন বিপর্যয়ের দিনে ব্যর্থ বর্তমান সময়ের সেরা ফুটবলার লিওনেল মেসিও। বার্সেলোনার নম্বর ওয়ান এ তারকা বরাবরই ক্লাবটির হয়ে আলো ছড়ান। তবে নিজ দেশ আর্জেন্টিরা হয়ে যেন তিনি নিষ্প্রাণ।। দেশের প্রয়োজনে কখনোই যেন জ্বলে উঠতে পারেন না লিওনেল মেসি। আর্জেন্টিনার হয়ে সবশেষ ৯ ম্যাচে তার মধ্যদিয়ে প্রতিপক্ষের জালে গোল জড়িয়েছে মাত্র একটি। যেখানে নেইমারের গোলের সংখ্যা ৬।
গতকাল পেরুর বিপক্ষে সেটা আবারো নিজের ব্যর্থতার প্রমাণ দিলেন মেসি। রাশিয়া বিশ্বকাপ বাছাই পর্বের দারুণ গুরুত্বপূর্ণ ম্যাচে মেসির ব্যর্থতা আবার প্রমাণ করল নিজ দেশের জন্য কতটা তার কৃতিত্ব।
বাঁচা-মরার ম্যাচে নিজেদের মাঠে পেরুকে হারাতে পারেনি আর্জেন্টিনা। সেই ম্যাচে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসিও দলের হয়ে রাখতে পারেননি ত্রানকর্তার ভুমিকা । যার ফলে মেসির আর্জেন্টিনার বিশ্বকাপ খেলা এখন অনেকটাই হুমকির মুখে ।
0 Comments