আর্জেন্টাইন ভক্তেদের জন্য বিশ্বকাপ খেলবে মেসিরা।
বিশ্বকাপ এখন পর্যন্ত অনিশ্চিত আর্জেন্টিরা। ২০১৮ রাশিয়া বিশ্বকাপে সরাসরি খেলতে হলে ইকুয়েডরের বিপক্ষে জয় ছাড়া অন্য কিছু ভাবতে পারবে না মেসিরা। আগামী বুধবার বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় ইকুয়েডরের অতিথিয়তা গ্রহন করবে আর্জেন্টিনা। এ ম্যাচের ফলাফলের উপর নির্ভর করছে তাদের বিশ্বকাপ খেলা।
বিশ্বকাপের বাছাই পর্বে এখন পর্যন্ত ১৭ ম্যাচ খেলে ২৫ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে তারা। ইকুয়েডরের বিপক্ষে শেষ দুই বারের সাক্ষাতে একটি জয় আর্জেন্টিনার অপরটিতে জয় পায় তারা। বিশ্বকাপে সুযোগ পেতে আর্জেন্টিনার সামনে জয়ের বিকল্প নেই।
তবে আর্জেন্টাইন এক ভক্তের সমীকরণে উঠে এসেছে আর্জেন্টিনার বিশ্বকাপ খেলার সুযোগ। চলেন জেনেনি সে ভক্তের সমীকরণটি।
0 Comments