Header Ads Widget

Responsive Advertisement

গেইল-ম্যাককালামকে নিয়ে ‘ভয়ঙ্কর’ রংপুরের একাদশ

গেইল-ম্যাককালামকে নিয়ে ‘ভয়ঙ্কর’ রংপুরের একাদশ
বাংলাদেশ প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচে আজ মাঠে নামবে তামিম ইকবালের কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও মাশরাফী বিন মোতুর্জার রংপুর রাইডার্স। হোম অব ক্রিকেট মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম আজ শনিবার সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে জমজমাট এ ম্যাচটি।
টি-টোয়েন্টি ফরমেটের প্রথম সেঞ্চুরিয়ান গেইল বিপিএলে নিয়মিত পারফরমার। আগের চার আসরে প্রতিবারই এ ক্যারিবিয়ান ওপেনারের দেখা মিলেছে। তবে সেগুলো ভিন্ন দলের হয়ে। ২০১২ সালে বরিশাল বার্নার্সের হয়ে মাঠ মাতানো গেইল গত বছর খেলে গেছেন চিটাগাং ভাইকিংসের হয়ে। এবার নতুন বছরে দল পালটে যোগ দিয়েছেন রংপুরে।
অন্যদিকে টি-টোয়েন্টি ফরমেটে একমাত্র দুই হাজারের বেশি রান করা কিউই সাবেক অধিনায়ক ও ব্যাটসম্যান ম্যাককালামের এবারই প্রথম বিপিএল খেলতে আসা। টি-টোয়েন্টি ক্রিকেটে গেইল-ম্যাককালাম যে কত ভয়ংকর ব্যাটসম্যান তা প্রমাণ মিলে দুটি পরিসংখ্যানই। প্রথমটি হল ক্রিকেটের সবচেয়ে এই ছোট পরিসরে চারজন মাত্র ব্যাটসম্যান দুটি করে সেঞ্চুরি করেছেন গেইল-ম্যাককালাম সেই চারজনের দুইজন। দ্বিতীয়ত আন্তর্জাতিক আসরে সর্বাধিক ১০১ টি ছয় হাকানোর রেকর্ড গেইলের। দ্বিতীয় সর্বাধিক ৯৩ ছক্কার মালিক ম্যাককালাম।

Post a Comment

0 Comments