জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণকে ইউনেস্কোর ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল’ এ অন্তর্ভুক্তির মাধ্যমে ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য’ হিসেবে স্বীকৃতির উদযাপন উপলক্ষে সোনারগাঁয়ে আনন্দ শোভাযাত্রা করা হয়েছে।
শনিবার (২৫ নভেম্বর) সকালে সোনারগাঁ উপজেলা প্রশাসনের উদ্যোগে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন চত্বরে বঙ্গবন্ধুর ভাস্কার্যে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে দিনের কর্মসূচী শুরু ও আনন্দ শোভাযাত্রা শুরু হয়। পরে ফাউন্ডেশন চত্বর থেকে এক আনন্দ শোভাযাত্রা বের হয়ে শোভাযাত্রাটি সোনারগাঁয়ের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরের সাংস্কৃতিক মঞ্চে গিয়ে মিলিত হয়। অন্যান্য কর্মসূচির মধ্যে ছিলো আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী।
0 Comments