বিপিএলে কে হবেন সেরা?
দেখতে দেখতে অর্ধেকের বেশি পথ পাড়ি দিয়ে ফেলল বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। এরই মধ্যে তৃতীয় পর্ব শেষ হয়ে গেছে। চট্টগ্রাম পর্ব শেষে এখন চলছে দুই দিনের বিরতি। আগামী ২ ডিসেম্বর ঢাকায় গড়াবে চতুর্থ পর্ব।
এবারের আসরে কে হবেন সেরা ব্যাটসম্যান এবং বোলার। ব্যাটে-বলে এখন পর্যন্ত কারা সেরার তালিকায় আছেন সেই পরিসংখ্যানে একটু চোখ বুলানো যেতেই পারে। টি-টোয়েন্টি মানেই ব্যাটসম্যানদের জয়জয়কার আর বোলারদের বেদম প্রহর। কিন্তু বাংলাদেশের মাটিতে টি-টোয়েন্টির এই সাধারণ নীতিটা কি উল্টে যাচ্ছে?
একটি পরিসংখ্যান দিলেই ব্যাপারটি স্পষ্ট হবে। চট্টগ্রাম পর্ব শেষে বোলারদের তালিকার প্রথম পাঁচজনই বাংলাদেশি। কিন্তু ব্যাটসম্যানদের প্রথম পাঁচজনের মধ্যে মাত্র একজন বাংলাদেশি আছেন। খুলনা টাইটানস অধিনায়ক মাহমুদ উল্লাহ রিয়াদ সবেধন নীলমণি হয়ে রান সংগ্রহে ৪ নম্বরে আছেন। ৯ ম্যাচে তার সংগ্রহ ২৬৩ রান। সর্বোচ্চ ৫৯। ৩২২ রান নিয়ে শীর্ষে আছেন রংপুর রাইডার্সের রবি বোপারা।
৯ ম্যাচে সাকিবের সমান সংখ্যক উইকেট নিয়ে তৃতীয় স্থানে আছেন হারতে হারতে পয়েন্ট তালিকার তলানিতে থাকা চিটাগং ভাইকিংসের তাসকিন আহমেদ। চতুর্থ স্থানে আছেন ঢাকা ডায়নামাইটসের পেসার আবু হায়দার রানি। ৯ ম্যাচে তার অর্জন ১২ উইকেট। সমান সংখ্যক ম্যাচে সমান সংখ্যক উইকেট নিয়ে চতুর্থ স্থানে আছেন স্লগ ওভারে বেদম মার খাওয়ায় আলোচিত পেস বোলিং অল-রাউন্ডার সাইফ উদ্দিন।
আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়া রংপুর রাইডার্স অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা আছেন সেরা দশে। ৯ ম্যাচে নড়াইল এক্সপ্রেসের সংগ্রহ ১০ উইকেট।
0 Comments