BLP এর শেষ চারের লড়াইয়ে জয়ী যারা।
দুর্দান্ত শুরু বলতে যা বোঝায়, সেটাই করেছিল
সিলেট সিক্সার্স। প্রথম তিন ম্যাচেই জয়। সে
হয়নি। ঢাকা ডায়নামাইটসের কাছে হার দিয়ে
তুলনায় খুলনা টাইটানসের শুরু অতটা ভালো
একটি ম্যাচ আবার বৃষ্টির কারণে পরিত্যক্ত।
আসর শুরু। এরপর চার ম্যাচে দুই জয়, এর মধ্যে
চাবিকাঠি। সবার আগে বিপিএলের প্লে অফ
কিন্তু এরপর টানা পাঁচ ম্যাচ জিতে খুলনা
প্রমাণ করেছে, ধারাবাহিকতাই সাফল্যের
তথৈবচ। টানা তিন জয় তুলে নিলেও পরের সাত
পর্বের টিকিট নিশ্চিত করেছে মাহমুদউল্লাহ
রিয়াদের দল। ওদিকে সিলেটের অবস্থা
ম্যাচের ছয়টিতেই (এক ম্যাচ পরিত্যক্ত) হেরে
দুটি ম্যাচ জিতলেও সিলেটের সংগ্রহ দাঁড়াবে
নাসির হোসেনদের এখন ছিটকে পড়ার শঙ্কায়!
১০ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে
সিলেট। আর মাত্র দুটি ম্যাচ খেলবে দলটি। এ
১১ পয়েন্ট।
কুমিল্লা ভিক্টোরিয়ানসের সংগ্রহ ৯ ম্যাচে
তখনো প্লে অফে জায়গা পেতে সিলেটকে
প্রার্থনা করতে হবে টেবিলের শীর্ষ চার দলের
বাজে পারফরম্যান্সের। টেবিলে শীর্ষস্থানীয়
টেবিলের শেষ তিন দলের পয়েন্ট দেখলেই
১৪ পয়েন্ট। খুলনার সংগ্রহ ১০ ম্যাচে ১৩ পয়েন্ট।
১০ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে তিনে ঢাকা। ৯
পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে চিটাগং
ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে চতুর্থ রংপুর রাইডার্স।
বোঝা যায়, ইতিমধ্যেই প্লে অফ নিশ্চিত করে
ফেলেছে কুমিল্লা ও খুলনা। ১০ ম্যাচে ৮ পয়েন্ট
নিয়ে এখনো আশা জাগিয়ে রেখেছে
রাজশাহী কিংস। তাদের সমান ম্যাচে ৫
ভাইকিংস।
দুই ম্যাচ জিতলে খুলনাকে ধরতে পারবে না।
ধরে নেওয়া যাক, খুলনা বাকি তিন ম্যাচ
জিততে পারল না। তখন এ দুটি দল তাদের বাকি
তিন ম্যাচ জিতলেও খুলনার সমান পয়েন্ট হচ্ছে
না। এমনকি পাঁচে থাকা সিলেটও তাদের বাকি
অফের দৌড়ে টিকে থাকতে তাই রাজশাহী,
যেহেতু এবারের বিপিএলে খেলছে মোট
সাতটি দল, তাই এখান থেকে প্লে অফে উঠবে
শীর্ষস্থানীয় চার দল। সে ক্ষেত্রে টেবিলের
শেষ তিনটি দলকে বিদায় নিতে হবে। মানে,
খুলনা তাদের বাকি ম্যাচগুলো জিততে না
তিন দলের সঙ্গে খেলা তাদের। ফলে রংপুর
পারলেও টেবিলের শীর্ষ চারে থাকবে। প্লে
সিলেটের নিজ নিজ শেষ ম্যাচগুলো জয়ের
বিকল্প নেই। এর মধ্যে চিটাগংয়ের সঙ্গে এক
ম্যাচ খেলবে রাজশাহী। বাকি ম্যাচে তাদের
রাইডার্সের সঙ্গে ম্যাচ খেলবে ঢাকা।
প্রতিপক্ষ ঢাকা ডাইনামাইটস। এ ছাড়া রংপুর
সবচেয়ে কঠিন পরীক্ষা দেবে রংপুর। শীর্ষ
কিন্তু প্লে অফে জায়গা করে নেবে!
যদি বাকি তিন ম্যাচ হেরে বসে এবং
রাজশাহীও নিজেদের ম্যাচগুলো হেরে বসে,
সে ক্ষেত্রে দৌড়ের শেষে থাকা সিলেটই
0 Comments