বার্সেলোনা ভক্তদের জন্য দারুণ সুখবর, শক্তি বাড়ছে মেসিদের।
নেইমারের চলে যাওয়ার পর তার স্থলভাগে তার স্বদেশি তরকা ফুটবলার কৌতিনহোকে দলে ভেড়াতে চেয়েছিল বার্সেলোনা। কিন্তু কৌতিনহোর বর্তমান ক্লাব লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ এবং ক্লাবের কঠোর ইচ্ছার কারণেই গ্রীষ্মকালীন দলবদলে ব্রাজিলিয়ান তারকাকে পাওয়া হয়নি বার্সেলোনার। অলরেডদের একটাই কথা, ‘কৌতিনহো বিক্রির জন্য নহে।’
কিন্তু হাল ছাড়েনি বার্সা। শীতকালীন দলবদলে কৌতিনহোকে পাওয়ার সমস্ত ব্যবস্থা আগে থেকেই সেরে রাখার খবর ছিল। এখন শোনা যাচ্ছে, কৌতিনহোকে একরকম কিনেই ফেলেছে কাতালান ক্লাবটি। তবে অর্থের পরিমাণ আগের থেকে অনেকটা বেশি।
সবমিলিয়ে মেসি-সুয়ারেজের পাশে আক্রমণে কৌতিনহোকে দেখাটা এখন সময়ের ব্যাপার মাত্র। এমনটাই দাবি করেছে কাতালান পত্রিকা মুন্ড দেপোর্তিভো।
তাদের ভাষ্য, চুক্তির অঙ্কটা আগের চেয়ে অনেক বেশি, ১২৭ মিলিয়ন পাউন্ড। আর চূড়ান্ত হওয়ার জন্য বিষয়টা এখন শেষ-আলোচনার টেবিলে।
২৫ বছর বয়সী ব্রাজিলিয়ান তারকাকে পেতে এর আগে ৯০ ও ১১৪ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব দিয়েছিল স্প্যানিশ জায়ান্টরা। কিন্তু লিভারপুল কিছুতেই রাজি হয়নি। এবার তার চেয়ে বেশি অর্থেই তাকে হাত করল মেসি-সুয়ারেজের দল!
,
0 Comments