১০. ফ্রি-কিকে সাত গোল করে তালিকায় ১০ নম্বরে আছেন সাবেক লিভারপুল বর্তমান বার্সেলোনা তারকা। তার সাতটি গোলই লিভারপুলের হয়ে করা। সমান গোল করে দশ নম্বরে রয়েছন ওয়েন রুনি, ন্যানি, আলেজেন্ডার কোলারভ, ডিম্রিটি পেইট, ফ্রাঞ্চোস তোতি।
৯. ৮ গোল করে তালিকায় নবম স্থানে আছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড জুভেন্টাস তারকা পিয়ালো দিবালা।
৮. রোমা তারকা ড্যানিয়েল কনন্টি ৯ গোল করে আছে তালিকার অষ্টম স্থানে।
৭.চেল্টা ভিগোর ড্যানিয়েল ওয়েজ ১০ গোল করে আছে সপ্তম স্থানে।
৬.সুইডিস তারকা জ্লাতান ইব্রাহিমোভিচ ১২ গোল করয়ে রয়েছেন ৬ষ্ঠ অবস্থানে।
৫.১২ গোল করে পঞ্চম অবস্থানে এন্ড্রো পিরলো।
৪.১৩ গোল করে তালিকায় ৪র্থ অবস্থানে জুয়ান অ্যারেনগো।
৩. রোমা ও জুভেন্টাস তারকা মিরালেম পিজনিক ১৪ গোল করে আছেন তৃতীয় অবস্থানে।
২.বার্সা তারকা লিওলেন মেসি এই তালিকায় আছেন দ্বিতীয় অবস্থানে। রোনালদোর চেয়ে মাত্র ৩ গোল কম করেছেন মেসি। তার গোল সংখ্যা ২১টি।মেসির সবগুলো গোল বার্সার জার্সিতে করা।
১.মেসিকে টপকে সবার উপরে রোনালদো। গত ১০ বছরে তিনি ম্যানইউ ও রিয়ালের হয় ফ্রি-কিকে মোট ২৪টি গোল করেন। তবে এক ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলের মালিক মেসি।
0 Comments