কৌতিনহোর গোলে ফাইনালে বার্সেলোনার
লিবারপুল থেকে কেন তাকে ১৬০ মিলিয়ন ইউরোর বিনিময়ে নু-ক্যাম্পে উড়িয়ে আনা হলো তার প্রমাণ তিনি দিলেন কোপা ডেল রে’র সেমিফাইনালে। শুধু গোল করলেন বললে ভুল হবে দলকে ফাইনালে নিয় গেলেন। নিয়ে গেলেন শিরোপার খুব কাছে। দুই লেগ মিলিয়ে ভ্যালেন্সিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে সেভিয়ার বিপক্ষে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে এই প্রতিযোগিতার সর্বোচ্চ ২৯ বার চ্যাম্পিয়নরা।
প্রথমার্ধের পর আন্দ্রে গোমেসের বদলি হিসেবে মাঠে নামার তিন মিনিট পরই বার্সেলোনার স্কোর লাইনে প্রথম গোলটি করেন এই ব্রাজিলিয়ান মিড ফিল্ডার। ৪৯তম মিনিটে বাঁ দিক দিয়ে আক্রমণে ওঠা উরুগুইয়ান সুয়ারেসের বাড়ানো ক্রসে স্লাইড করে নেওয়া শটে বার্সেলোনার জার্সিতে প্রথম গোল করেন ২৫ বছর বয়সী ফিলিপে কৌতিনহো।
দলের সেরা তারকা লিওলেন মেসি এদিন গোল না পেলেও ম্যাচের ৮২তম মিনিটে ফের সুয়ারেজেরর তৈরী করা বলে ভ্যালেন্সিয়ার জালে বল পাঠায় ইভান রাকিটিক। এরপর আর গোলের দেখা পায়নি কোন দলই। ফলে বার্সা পায় ঘরের মাঠে ২-০ গোলে জয়। এর আগে প্রথম লেগে ভ্যালেন্সিয়ার মাঠে অতিথিরা পায় ১-০ গোলে জয়। ফলে ৩-০ ব্যবধানে ফাইনাল নিশ্চিত করে এরনেস্তো ভালভেরদের দল।
এ জয়ে টানা পঞ্চম বারের মতো স্পানিশ কাপের ফাইনালে খেলা প্রথম দল বার্সা। এবং কোপা ডেল রে’র সর্বোচ্চ ৫০ বার ফাইনাল খেলে একমাত্র দলও বার্সেলোনা।
0 Comments