Header Ads Widget

Responsive Advertisement

পিএসজি থেকে নেইমার মাসে পান কত কোটি টাকা

পিএসজি থেকে নেইমার মাসে পান কত কোটি টাকা?
এবার চাউর হলো পিএসজির খেলোয়াড়দের মাসিক আয় কত। ফ্রান্সের বিখ্যাত ক্রীড়া দৈনিক লেকিপ-এর এক সমীক্ষায় জানা গিয়েছে, ফরাসি লিগে ১৩ জন সর্বোচ্চ বেতনপ্রাপ্ত ফুটবলারের মধ্যে ১২ জনই পিএসজির খেলোয়াড়। আর ওদের মধ্যে শীর্ষে রয়েছেন, চলতি মৌসুমে বার্সেলোনা থেকে পিএসজি-তে খেলতে যাওয়া ব্রাজিলীয়ান ফুটবলার নেইমার। প্রতি মাসে তিনি আয় করেন বাংলাদেশি ৩১ কোটি টাকা।
নেইমারের পরেই রয়েছেন পিএসজি-র আরও সাত ফুটবলার। যার মধ্যে রয়েছেন, উরুগুয়ের এদিনসন কাভানি। এর পেছনেই রয়েছেন ফরাসি ফুটবলার এমবাপে (প্রতি মাসে রোজগার প্রায় ১৬ কোটি টাকা)। ১৩ কোটি টাকা রোজগার করেন পিএসজি-র ব্রাজিলিয়ান স্টপার থিয়াগো সিলভা। এ ছাড়াও রয়েছেন আর্জেন্টিনার মিডফিল্ডার অ্যঙ্গেল ডি মারিয়া ও ব্রাজিলিয়ান ডিফেন্ডার মারকুইনোস। দু’জনেরই মাসিক রোজগার প্রায় ১২ কোটি টাকার কাছাকাছি। এর পেছনে রয়েছেন ইতালিয়ান মিডফিল্ডার থিয়াগো মোতা (মাসিক প্রায় ৯ কোটি টাকা) এবং আর্জেন্টিনার ফুটবলার হাভিয়ের পাস্তোরে (প্রতি মাসে প্রায় 8 কোটি টাকা)।
পিএসজির বাইরে সর্বোচ্চ আয়কারী ফুটবলার হলেন মোনাকোর রাদামেল ফ্যালকাও। প্রতি মাসে তার আয় প্রায় ৮ কোটি টাকা। প্রথম দশে রয়েছেন দানি আলভেজও। তার মাসে রোজগার করেন সাড়ে পাঁচ কোটি টাকা।

Post a Comment

0 Comments