Header Ads Widget

Responsive Advertisement

hhhh

আর্জেন্টাইন ভক্তদের জন্য সুখবর দলে ফিরছেন দিবালা
মেসির উত্তরসূরী ধরা হয় তাকে। গতি, স্কিল গোল করার সক্ষমতা সবই রয়েছে তার তবুও আর্জেন্টিনা দলে অবহেলিত তিনি। গুঞ্জণ রয়েছে কোচ সাম্পাওলির অপছন্দের কারনেই দলে নেই দিবালা। আরেকটি কারণ হচ্ছে দলের সেরা তারকা মেসি এবং দিবালার পজিশন একই। দিবালা দলে খেলাতে হলে তার অবস্থান পরিবর্তন করতে হবে।
এছাড়া দিবালা খেলে থাকেন ইতালিয়ান সিরিআ লিগের ক্লাব জুভেন্টাসে। সেখানের খেলার ধরনেই সাথে লাতিন ফুটবলের ব্যাপক অমিল।কিন্তু একই দলে খেলা হিগুয়েন কেন সাম্পাওলির দলে? প্রশ্নটা ফুটবল বিশ্লেষক থেকে শুরু করে আর্জেন্টিনার ভক্ত সমর্থকদের।সর্বশেষ তিন ফাইনালে গোল মিস করা হিগুয়েন আর্জেন্টাইনদের কাছে ভিলেনে পরিণত হয়েছেন তবুও হিগুয়েনে আস্থা সাম্পাওলির।
কিন্তু ম্যানসিটি তারকা আগুয়েরোর ইনজুরির কারণে দিবালার বিশ্বকাপ দলে ফেরার সম্ভবনা প্রবল হয়েছে। তবে দিবালা ফিরলেও উপেক্ষিত থাকতে হচ্ছে ইন্টার মিলানের সেরা খেলোয়ার মাউরো ইকার্দিকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে ইকার্দি জানায়,‘কোচ যাকে ভালো মনে করে তাকে রাখবে। এ নিয়ে কোন সমস্যা নেই। আর্জেন্টিনা দলের জন্য শুভকামনা আছে থাকবে।’
সতীর্থ হিগুয়েন-আগুয়েরো প্রসঙ্গে ইকার্দি বলেন,‘আমার এখনো অনেক বিশ্বকাপ খেলার সম্ভাবনা রয়েছে। কিন্তু তাদের হয়তো এটাই শেষ বিশ্বকাপ।’ ব্রাজিলের বিশ্বকাপ দল প্রায় চূড়ান্ত হলেও এখনো দল গোছাতে ব্যাস্ত সাম্পাওলি।

Post a Comment

0 Comments