শিরোনাম দেখে যে কারো চোখ কপালে উঠে যাওয়ার কথা।ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ভারতের মাটিতে হবে এমনটা কেউ কখনও স্বপ্নেও ভেবেছেন? কিন্তু এমন কথাই বলেছেন পাকিস্তানের হার্ড হিটার উমর আকমল।
এক ভিডিওতে দেখা যায়, পাগলাটে কথাটাই বললেন আকমল। অবশ্য সেটা ইচ্ছাকৃত নয়, মুখ ফসকে বের হয়ে গেছে। ভিডিওতে ভুল করে পাকিস্তান সুপার লিগকে (পিএসএল) বলে ফেলেছেন আইপিএল।
নিরাপত্তাজনিত কারণে পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক কোন আসর বসছে না বললেই চলে।তারই ধারাবাহিকতায় পিএসএলের আসরটও বসছে না পাকিস্তানে।বিশ্বের তারকা ক্রিকেটাররা পাকিস্তান যেতে রাজি নন।ফলে সংযুক্ত আরব আমিরাতকেই পাকিস্তানের হোম সিরিজ হিসেবে বেচে নেয়া হয়। তবে নিজ দেশে ক্রিকেট ফেরাতে মরিয়া পিসিবি। এরই অংশ হিসেবে গেল তিন আসরের চেয়ে এবার এখানে অধিকসংখ্যক ম্যাচ আয়োজনের উদ্যোগ নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। প্লে-অফ ও ফাইনালও হবে করাচি ন্যাশনাল স্টেডিয়ামে।আকমলের আগে ভিডিও বার্তায় বিশ্ব ক্রিকেটকে পাকিস্তানে আসার আহ্বান জানিয়েছেন দলনেতা সরফরাজ আহমদ।এরপর একই কথা বললেন উমর আকমল। শুধু পিসিবি উদ্যোগ নিলেই হবে না, মাঠে এসে দর্শকদের খেলা দেখতে ও সমর্থন দেয়ার আহ্বান জানিয়েছেন ডানহাতি ব্যাটার।
ভিডিওবার্তায় উর্দুতে উমর আকমল বলেন, ‘আমাদের দল কোয়েটা এখন করাচিতে। আমরা ঘরের মাঠে খেলছি। দর্শকদের যত সমর্থন পাব, তত ভালো পারফরম করব আমরা। আর সব দল এমন সমর্থন পেলে আগামী আইপিএল, দুঃখিত; পিএসএল এখানেই হবে।’
মুহূর্তেই সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। সেটি প্রকাশ হওয়ার পর ব্যাপক ট্রল হচ্ছে। দুই চির বৈরি পাকিস্তান-ভারতের স্মরণকালের সবচেয়ে বড় রাজনৈতিক সংকটের ক্ষণে তার এমন ভুল হাস্যরসের খোরাক জোগাচ্ছে।
উল্লেখ্য, ২০০৯ সালে লাহোরে টিম শ্রীলংকার ওপর সন্ত্রাসী হামলার পর পাকিস্তানে খেলতে যায় না আন্তর্জাতিক ক্রিকেট খেলুড়ে দেশগুলো। তবে সেখানে মূলধারার ক্রিকেট ফেরাতে মুখিয়ে পিসিবি। গ্রহণ করছে নানা উদ্যোগ। যথাসাধ্য সমর্থন জোগাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
এবারের পিএসএলে অসংখ্য বিদেশি ক্রিকেটার খেলছেন। তাদের সর্বোচ্চ নিরাপত্তা দেয়া হচ্ছে। পাকিস্তান ক্রিকেট সংশ্লিষ্টদের বিশ্বাস, সেটি নজরে পড়বে ক্রিকেট বিশ্বের। শিগগির সেখানে সফরে রাজি হবে দলগুলো।
0 Comments