Header Ads Widget

Responsive Advertisement

শুক্রবার (১৫ মার্চ) সুইজারল্যান্ডের নিয়নে উয়েফার হেড কোয়ার্টারে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টারফাইনাল পর্বের ড্র অনুষ্ঠিত রয়েছে।সাবেক ব্রাজিলিয়ান গোলরক্ষক এবং ২০১০ সালের চ্যাম্পিয়নস লিগে ইন্টার মিলানের হয়ে শিরোপা জেতা হুলিও সিজার পট থেকে দলের নাম তোলেন। তাতে প্রথম ড্রতে রোনালদোর জুভেন্টাস পান আয়াক্সকে।
আয়াক্স এবার দ্বিতীয় লেগের ম্যাচে রিয়াল মাদ্রিদকে ৪-১ হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আট উঠছে।তাই শেষে আটে তুলনামূলক কঠিন দলই পেয়েছে আয়াক্স।
এরপর দ্বিতীয় ড্রতে প্রিমিয়ার লিগের দল লিভারপুল পেয়েছে পর্তুগালের ক্লাব পোর্তকে। গ্রুপ পর্ব এবং শেষ ষোলোয় কঠিন পরীক্ষা দিয়ে অলরেডসদের শেষ আটে উঠতে হয়েছে। গ্রুপে তারা পিএসজি-নাপোলির বিপক্ষে খেলে শেষ ষোলোয় ওঠে। এরপর বায়ার্নকে তাদের মাঠে উড়িয়ে শেষ আটে ওঠে ক্লপের দল লিভারপুল। এবার কোয়ার্টার সহজ দল পেল তারা।  
তৃতীয় ড্রতে দুই প্রিমিয়ার লিগের দল মুখোমুখি পড়েছে। টটেনহ্যামকে খেলতে হবে প্রিমিয়ার লিগের প্রতিদ্বন্দ্বী এবং বেশ চেনা প্রতিপক্ষ মানসিটির বিপক্ষে। এরপর বার্সেলোনার নাম ওঠে। তারা খেলবে প্রিমিয়ার লিগের আরেক দল ম্যানইউয়ের বিপক্ষে। দ্বিতীয় রাউন্ডে পিএসজিকে হারিয়ে শেষ আটে এসেছে ম্যানইউ। শেষ আটেও বড় পরীক্ষা তাদের সামনে।  
নিয়নের শেষ আটের ড্র'র সঙ্গে সেমিফাইনালে কোন দল কার মুখোমুখি হবে তার ড্রও অনুষ্ঠিত হয়েছে। প্রথম সেমিফাইনালে জুভেন্টাস-পোর্ত থেকে যে দল সেমিতে উঠবে তারা খেলবে প্রিমিয়ার লিগের দুই দল টটেনহ্যাম এবং ম্যানসিটির মধ্যে সেমিতে ওঠা দলের বিপক্ষে। এছাড়া দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে লিভারপুল-পোর্তর মধ্যে জয়ী দল এবং বার্সেলোনা এবং ম্যানইউয়ের মধ্যে জয়ী দল। 

Post a Comment

0 Comments