Header Ads Widget

Responsive Advertisement

আর সপ্তাহ খানেকের অপেক্ষা। ২৩ মার্চ শুরু হচ্ছে ইন্ডিয়ান পিমিয়ার লিগের (আইপিএল) দ্বাদশ আসরে মেঘা শো। এখন থেকে জল্পনা-কল্পনা, দেশি-বিদেশি ক্রিকেট তারকাদের জমজমাট আসরে কে মাতাবেন? কোন টিমই বা জিতবে। প্রতিটি দলেরই এমন একজন ক্রিকেটার রয়েছেন, যিনি দলের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। যিনি হতে পারেন তুরুপের তাস অর্থাৎ ট্রাম্প কার্ড। দেখে নেওয়া যাক তারা কারা।
ক্রিস্টোপার হেনরি গেইল: ৩৯ বছরের এই তারকা ক্রিকেটারকে কিংস ইলেভেন পাঞ্জাব কিনেছিল ২ কোটি টাকায়। ইউনিভার্স বস গত বারও ছিলেন রান স্কোরারের তালিকার একেবারে উপরের দিকে।বয়স হলেও এ বারেও তিনি চমকে দিতে পারেন বিপক্ষকে।যার কিছু আলামত উপস্থাপন করেছেন সদ্য শেষ হওয়া ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে।
এবি ডি ভিলিয়ার্স: আইপিএলের বড় আকর্ষণ দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। নিজের দিনে পাত্তা পাবে না কোনো পরাশক্তি।কোহলির দলের ট্রাস্প কার্ড হিসেবে ধরা হয় এই ৩৬০ ডিগ্রি খ্যাত এই ক্রিকেটারকে। তবে হতাশার খবর হলো সময়ের সেরা দুই তারকা কোহলি-ভিলিয়ার্স একই দলে এক সাতে আট বছর খেলেও শিরোপার মুখ দেখেননি।
ক্রুণাল পাণ্ডিয়া: মুম্বাই ইন্ডিয়ান্স সাড়ে আট কোটি টাকায় কিনেছিল ক্রুণালকে। গত আইপিএলে ১১ ম্যাচে ১১ উইকেট নিয়েছেন তিনি, এর মধ্যে ৩৬ রান দিয়ে ৪ উইকেট নেওয়ার রেকর্ডও আছে তার।ব্যাট বা বল, যে কোনও সময় যে কোনও অবস্থার ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন এই বাঁহাতি অলরাউন্ডার।
ট্রেন্ট বোল্ট: দিল্লি ক্যাপিটালস পূর্ব নাম দিল্লি ডেয়ারডেবিলস। আসর শুরুর অনেক আগেই নামের পরিবর্তন এনেছে দিল্লি।ক্যাপিটালসের অন্যতম তারকা ক্রিকেটার ট্রেন্ট বোল্ট। নিউজিল্যান্ডের এই বাঁ হাতি বোলার যে কোনও সময়ই ভয়ঙ্কর। আর পরিবেশ সুইংয়ের সহায়ক হলে তো কথাই নেই। দিল্লির ট্রাম্প কার্ড হতে পারেন তিনি।
জোফরা আর্চার: রাজস্থান রয়্যালসের বড় শক্তি অলরাউন্ডার জোফরা আর্চার। ২৩ বছরের এই তরুণ এক সময় ওয়েস্টইন্ডিজের হয়ে খেলেছিলেন। বর্তমানে ইংল্যান্ডের হয়ে খেলছেন।খুব তাড়াতড়ি জাতীয় দলে খেলবেন বলে মনে করা হচ্ছে। এই মুহূর্তে ক্যারিয়ারের শীর্ষে রয়েছেন তিনি। বল হাতে বিপক্ষকে গুঁড়িয়ে দিতে দলের ট্রাম্প কার্ড হতে পারন জোফরা।
সাকিব আল হাসান: সানরাইজার্স হায়দরাবাদের অন্যতম আকর্ষণ বাংলাদেশের সাকিব আল হাসান। বলে-ব্যাটে, যে কোন স্থানে বেশ সুনাম রয়েছে সাকিবের। আইপিএলের মাঠে হায়দরাবাদের সুর্যোদয়ের অন্যতম কারিগর হতে পারেন তিনি।
কুলদীপ যাদব: কলকাতা নাইট রাইডার্সের  ট্রাম্প কার্ড হতে পারেন কুলদীপ যাদব। বাঁ হাতি এই চায়নাম্যান কেকেআরের অন্যতম তারকা। চায়নাম্যানের কব্জির ভেলকিতে কাত হয়ে যায় বিশ্বের তাবড় তাবড় ব্যাটাররা।আশা করা যায় আসন্ন আসরেও সেই ধারাবিাহিকতা বজায় রাখবেন।
কেদার যাদব: চেন্নাই সুপার কিংস শিবিরের অন্যতম তারকা ক্রিকেটার কেদার যাদব। সিএসকের মিডল অর্ডারের অন্যতম ভারসা তিনিই। মহেন্দ্র সিংহ ধোনির সঙ্গে তার পার্টনারশিপ বিপক্ষ দলের জন্য ত্রাসের কারণ হতে পারে।

Post a Comment

0 Comments