ইউরোপিয়ান গোল্ডেন শুয়ের দৌড়ে প্রতিবারই এগিয়ে থাকেন মেসি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী থাকেন রোনালদো-আঁতোয়ান গ্রিজমান কিংবা মোহাম্মদ সালাহ। তবে এবার মেসিকে টপকানোর মিশনে খুবই নিকটে ফ্রান্স তরুণ সুপারস্টার কিলিয়ান এমবাপে।
ইউরোপিয়ান গোল্ডেন শুয়ের প্রতিযোগিতায় এখন পর্যন্ত ৩৩ গোলে শীর্ষে আর্জেন্টিনার বার্সা তারকা মেসি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এমবাপে করেছেন ৩০ গোল। অর্থাৎ মেসির চেয়ে তিন গোল পেছনে তিনি।
হিসাব বলছে, লা লিগা ও লিগ ওয়ানে মৌসুম শেষ হতে আরো ৫টি করে ম্যাচ বাকি। এ পাঁচ ম্যাচে নিজেদের অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার সুযোগ থাকবে মেসি ও এমবাপেদের। লা লিগায় আগামী পাঁচ ম্যাচে আলাভেজ, লেভান্তে, গেটাফে, সেল্টা ভিগো ও ভ্যালেন্সিয়ার মুখোমুখি হবে বার্সা। অন্যদিকে মন্টপিয়ের, অ্যাঙ্গারস, রেইমস, নিস ও দিজোর বিপক্ষে খেলবে ফরাসি লিগে ইতোমধ্যেই চ্যাম্পিয়ন হওয়া পিএসজি। দলের শিরোপা নিশ্চিত হলেও এবার মেসির বিপক্ষে ব্যক্তিগত শিরোপা জেতার চেষ্টা থাকবে এমবাপের। কারণ দুইজনেরই চাই গোল্ডেন শু।
0 Comments