সোনারগাঁ উপজেলার পৌরসভার লাহাপাড়া এলাকার বেলায়েতের স্ত্রী মিতু হত্যার বিচার দাবিতে মানববন্ধন করেছে সোনারগাঁ জিআর ইনষ্টিটিউশন ২০১০ ব্যাচের ছাত্রছাত্রীরা। বুধবার সকালে তারা সোনারগাঁ জিআর ইনষ্টিটিউশন স্কুল এন্ড কলেজের সামনে এ মানব বন্ধন করে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন মিতুর বাবা মোজাম্মল হোসেন, কাউন্সিলর দুলাল মিয়া, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ শফিকুল ইসলাম শফিকসহ ২০১০ ব্যাচের প্রাক্তন ছাত্রছাত্রীরা।
মানব বন্ধনে মিতুর বাবা মোজাম্মেল হোসেন বলেন, গত ২৪ ফেব্রুয়ারী দুপুর বেলা তার মেয়ে মিতু চৌরাস্তা যাবে বলে শশুরবাড়ী থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরের দিন ময়মনসিংহ ত্রিশাল থানা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। মিতুর মৃত্যু নিয়ে একটি রহস্য সৃষ্টি হয়েছে। আমরা প্রশাসনের কাছে আশা করি তারা সঠিক তদন্তের মাধ্যমে মিতু হত্যার সঠিক রহস্য উৎঘাটন করে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করুক। যাতে বাংলাদেশে এভাবে আর কোন মিতুন মৃত্যু না হয়। আর যাতে কোন পরিবার যেন মা-মেয়ে হারা না হয়।
এসময় তার সহপাঠিরাও মিতু হত্যার সঠিক তদন্ত ও দোষিদের দৃষ্টান্ত মুলক শাস্তি দাবি করেন।
উল্লেখ. গত ২৪ ফেব্রুয়ারী পৌরসভার লাহাপাড়া শশুরবাড়ি থেকে মোগরাপাড়া চৌরাস্তা যাবে বলে মিতু বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়। নিখোঁজ হওয়ার ২মাস পর তার স্বজনরা সোনারগাঁ থানা পুলিশের মাধ্যমে জানতে পারে ময়মনসিংহ ত্রিশাল থানায় মৃত্যুর লাশ উদ্ধার করেছে সেখানকার থানা পুলিশ। সে সময় মিতুর পরিচয় সনাক্ত করতে না পেরে ত্রিশাল থানা পুলিশ ময়না তদন্ত শেষে বেওয়ারিশ হিসেবে ময়মনসিংহে মিতুর লাশ দাফন করে। পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের মাধ্যমে মিতুর নিখোঁজের সংবাদ দেখে ত্রিশাল থানা পুলিশ সোনারগাঁ থানা পুলিশকে অবহিত করে। পরে মিতুর স্বামী বেলায়েত ত্রিশাল থানায় গিয়ে মিতুর ছবি দেখে মিতুর লাশের পরিচয় নিশ্চিত করে।
0 Comments