ত্রিদেশীয় সিরিজ জয়ের পর লিস্টারে অনুশীলনের পর বাংলাদেশ দল এখন কার্ডিফে। সেখানেও ঘাম ঝরাচ্ছেন সাকিব, মুশফিকরা। দলের প্রত্যেকে রয়েছেন প্রাণবন্ত, চনমনে। মাশরাফি, তামিমও দলের সঙ্গে যোগ দিয়ে অনুশীলন করেছেন। আগামীকাল নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে টাইগাররা।
টানা হারে বিপর্যস্ত পাকিস্তানের বিপক্ষে জয় দিয়েই নিজেদের ঝালিয়ে নিতে চান টাইগররা। এদিকে ৯২’র বিশ্বচ্যাম্পিয়নরা বিশ্বকাপ মিশন শুরুর আগে হজম করেছে আরেকটি বড় ধাক্কা।
শুক্রবার আফগানিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে হেরেছে সরফরাজ আহমেদের দল। এ পরাজয় মিলিয়ে টানা ১১ ওয়ানডে হারল পাকিস্তান। ৩১ মে বিশ্বকাপে তাদের প্রথম ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এর আগে যেকোনো মূল্যে জয়ে ফিরতে চায় দলটি। তাদের শেষ ভরসা বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ।
পাকিস্তানের আস্থার জায়গা তাদের ব্যাটিং। টপ অর্ডারের ব্যাটসম্যানরা রান পাচ্ছেন। বাবর আজম আফগানিস্তানের বিপক্ষে পেয়েছেন সেঞ্চুরি। এর আগে ইংল্যান্ডের বিপক্ষেও রয়েছে তার সেঞ্চুরি। এছাড়া ফখর জামান, ইমাম-উল-হকও রয়েছেন ছন্দে।
দুই দল শেষ মুখোমুখি হয়েছিল এশিয়া কাপের মঞ্চে। যেখানে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশ ভারতের বিপক্ষে খেলেছিল এশিয়া কাপের ফাইনাল। সম্প্রতি আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় টুর্নামেন্টে বাংলাদেশ হয়েছে অপরাজিত চ্যাম্পিয়ন। সিনিয়র পাঁচ ক্রিকেটার রয়েছে দুর্দান্ত ফর্মে। তাদের সমর্থন করছে সৌম্য, মিরাজ, মুস্তাফিজ, সাইফউদ্দিনরাও। সাইডবেঞ্চের শক্তি অনেক কার্যকরী। মোসাদ্দেক, লিটন, রুবেল পারফর্ম করছেন নিয়মিত। অফফর্মে থাকা পাকিস্তানের বিপক্ষেও তাই টাইগারদের জয় প্রত্যাশিত।
কার্ডিফে আগামীকাল দুই দলের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ৩টা ৩০ মিনিটে।
0 Comments