ভেনেজুয়েলাকে হারিয়ে কোপা আমেরিকার সেমি-ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। সেখানে প্রতিপক্ষ হিসেবে চিরপ্র্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে পেয়েছে স্কালোনির শিষ্যরা। কোনোমতে টেনেটুনে কোপা আমেরিকার শেষ আট পর্যন্ত এসেছিল মেসি-আগুয়েরোরা।
শুক্রবারের ম্যাচে ভেনেজুয়েলার মুখোমুখি হয়েও সমর্থকদের খুশি হওয়ার মতো পারফরম্যান্স উপহার দেয়নি মেসিরা। বরং ভেনেজুয়েলার দুর্বল ফুটবলের সুবিধা নিয়ে জয় পেয়েছে কোপা আমেরিকার অন্যতম সফল দলটি। প্রথমার্ধে মার্টিনেজ আর দ্বিতীয়ার্ধে লো সেলসোর গোলে শেষপর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মেসিরা।
এ জয়ে সেমিফাইনালের টিকিট তো নিশ্চিত করল আর্জেন্টিনা। তবে সেমিফাইনালেই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের মুখোমুখি হতে হচ্ছে মেসিদের। বেলো হরিজন্তে স্বাগতিকদের বিদায় করে আর্জেন্টিনা কি পারবে ফাইনালে পৌঁছাতে? আরও নির্দিষ্ট করে বললে, মেসি কি পারবেন দেশের হয়ে তার ট্রফি জয়ের স্বপ্ন পূরণ করতে?
এসবই সময় বলে দেবে। বেলো হরিজন্তেতে বাংলাদেশ সময় আগামী বুধবার সকাল সাড়ে ছয়টায় ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে চির প্রতিদ্বন্দ্বী দুই দল।
0 Comments