Header Ads Widget

Responsive Advertisement

সোনারগাঁয়ে চাঁদাবাজদের বিরুদ্ধে ফ্রেশ কোম্পানীর মামলা


 সােনারগাঁয়ে ফ্রেশ কোম্পানীর কাভার্ডভ্যান আটকে রেখে চাঁদা দাবির অভিযােগে পিরােজপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সাবেক মেম্বার আব্দুল হালিম , নজরুল ইসলাম , রােমান , আব্দুর রউফ , সেলিম , রাসেল বাবু , ইমন ও উজ্জলসহ অজ্ঞাত চাঁদাবাজদের আসামী করে থানায় একটি মামলা হয়েছে । ফ্রেশ কোম্পানীর সিনিয়র এমডিন অফিসার খায়রুল ইসলাম বাদি হয়ে ২০ জুন রবিবার থানায় এ মামলা দায়ের করেন । মামলা সূত্রে জানা যায় , গত ১৮ জুন রাত ৮ টার দিকে অভিযুক্ত আসামীরা চাঁদার দাবিতে ফ্রেশ কোম্পানীর একটি কাভার্ডভ্যান ঢাকা - চট্টগ্রাম মহাসড়কের আষাঢ়িয়ারচর এলাকায় আটকে রাখে । এসময় কোম্পানীর পক্ষ থেকে ঘটনাস্থলে লােক আসলে চাঁদাবাজরা তাদের নিকট গাড়ি প্রতি নির্দিষ্ট হারে চাঁদার দাবি জানান।

এদিকে স্থানীয় ব্যবসায়ীরা জানায় , সােনারগাঁ উপজেলা যুবলীগের সভাপতির নাম ভাঙ্গিয়ে সাবেক মেম্বার আব্দুল হালিম ও তার সহযােগি চাঁদাবাজরা দীর্ঘদিন যাবত মেঘনা শিল্পাঞ্চলের বিভিন্ন কোম্পানীর গাড়ি রাস্তায় আটকিয়ে চাঁদা আদায় করে আসছে । এ ব্যাপারে প্রশাসনের কঠোর পদক্ষেপের দাবি জানান তারা । সােনারগাঁও থানার অফিসার ইনচার্জ মাে. হাফিজুর রহমান মামলার সত্যতা নিশ্চিত করেছেন ।

Post a Comment

0 Comments