Header Ads Widget

Responsive Advertisement

৩৮ বছরের রেকর্ড ছুঁল মেসির দল বার্সেলোনা

৩৮ বছরের রেকর্ড ছুঁল মেসির দল বার্সেলোনা।
রোববার (৮ এপ্রিল) রাতে ন্যু ক্যাম্পে লেগানেসের বিপক্ষে ৩-১ গোলের জয় পেয়েছে মেসির দল। আর তাতে লা লিগায় দারুণ এক রেকর্ড ছুঁয়েছে বার্সেলোনা। লেগানেসকে হারিয়ে স্পেনের শীর্ষ লিগে টানা সর্বোচ্চ সংখ্যক ম্যাচে অপরাজিত থাকার রেকর্ডে ভাগ বসিয়েছে কাতালান ক্লাবটি।
সম্পূর্ণ সুস্থ না হওয় সত্ত্বেও লেগানিসের বিপক্ষে ভক্তদের অবাক করে প্রথম থেকেই মাঠে নামেন মেসি। হতাশ করেননি কোচ ও সমর্থকদের। মেসি একে একে করেন তিনটি গোল। ক্যারিয়ারের ৪০তম হ্যাটট্রিক করে বার্সেলোনাকে ৩-১ ব্যবধানের জয় উপহার দিয়েছেন। যা লা লিগায় তার ২৯তম হ্যাটট্রিক। 
মেসির চোখ ধাঁধানো পারফরমেন্সে অনন্য রেকর্ড ছুঁল বার্সেলোনা। ১৯৭৯ থেকে ১৯৮০ সাল পর্যন্ত স্প্যানিশ ক্লাব রিয়াল সোসিয়েদাদ টানা ৩৮ ম্যাচে অপরাজিত ছিল। লিগানেসের বিপক্ষে জয় তুলে নেওয়ার মধ্য দিয়ে বার্সেলোনা ২০১৭ থেকে ২০১৮ সালের মধ্যে টানা ৩৮ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড ছুঁয়েছে। 
গত মৌসুমে লিগের শেষ সাত ম্যাচ জেতে বার্সেলোনা। চলতি মৌসুমে এ পর্যন্ত ৩১ ম্যাচের ২৪টিতে জিতেছে তারা, ড্র করেছে অন্য সাত ম্যাচ।
আগামী শনিবার ভালেন্সিয়ার বিপক্ষে হার এড়াতে পারলেই তারা সোসিয়েদাদের ৩৮ বছর অক্ষুন্ন থাকা রেকর্ড ভেঙে নিজেদের করে নেবে কাম্প নউয়ের ক্লাবটি।

Post a Comment

0 Comments