Header Ads Widget

Responsive Advertisement

কোন ম্যাচে ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েছিলেন সাকিব?

বাংলাদেশের ক্রিকেটকে বড় একটা দুঃসংবাদ দিতে যাচ্ছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। দেশের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান আইসিসির ১৮ মাসের নিষেধাজ্ঞার মুখে পড়তে যাচ্ছেন।
দুই বছর আগে একটি আন্তর্জাতিক ম্যাচের আগে এক ক্রিকেট জুয়াড়ির (বুকি) কাছ থেকে অনৈতিক প্রস্তাব পেয়েছিলেন সাকিব। সেটি তৎক্ষণাৎ প্রত্যাখ্যান করলেও আইসিসির দুর্নীতি দমন বিভাগকে না জানিয়ে গোপন করেন তিনি। বিষয়টি পরে আইসিসি জানতে পারে। 
আন্তর্জাতিক জুয়াড়িদের কল রেকর্ড ট্র্যাকিং করে এ ব্যাপারে তারা তথ্য উদ্ধার করে। ওই জুয়াড়ি আইসিসির কালো তালিকায় থাকাদের একজন। 
এমন পরিস্থিতিতে অনেকেই জানতে চাইবেন, ঠিক কোন ম্যাচে সাকিবকে ফিক্সিংয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল?
সাংবাদিকদের সঙ্গে অনানুষ্ঠানিক আলাপচারিতায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, কোন ম্যাচ সে বিষয়ে বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংস্থার কাছ থেকে কিছুই জানতে পারেননি তারা। তবে কোন টুর্নামেন্ট তা জানিয়েছেন তিনি।
নিজামউদ্দিন বলেন, কোনো ক্রিকেটার জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে কিংবা সেদেশের ঘরোয়া কোনো লিগে জুয়াড়িদের কাছ থেকে ম্যাচ বা স্পট ফিক্সিংয়ের কোনো প্রস্তাব পেলে সংশ্লিষ্ট বোর্ডকে আগে জানানো হয়।
তবে এরকম কিছুই তাদের জানানো হয়নি। ফলে ধরে নেয়া হচ্ছে,বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে কিংবা জাতীয় দলের হয়ে কোনো ম্যাচ খেলার সময়ের ঘটনা নয় এটি। অর্থাৎ বিপিএলে সেরকম কিছু ঘটেনি। 
বিসিবি সিইও বলেন, কোনো ভিনদেশি লিগ থেকে প্রস্তাবটা পেয়ে থাকতে পারে সে। তার স্পষ্টতই ইঙ্গিতটা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দিকে। 

Post a Comment

0 Comments