Header Ads Widget

Responsive Advertisement

ফিফা র্যাঙ্কিংয়ে পর্তুগালের বাজিমাত, আর্জেন্টিনার কান্না

ফিফা র্যাঙ্কিংয়ে পর্তুগালের বাজিমাত, আর্জেন্টিনার কান্না।..

বেশি দিন নিজেদের অবস্থান অটুট রাখতে পারেনি ব্রাজিল। বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে শীর্ষস্থান দখলে নেয়ার কদিন পরই তা হাতছাড়া হলো পাঁচবারের চ্যাম্পিয়নদের।
ফিফা ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ের সর্বশেষ আপডেটে আবারও শীর্ষে উঠলো বিশ্ব চ্যাম্পিয়নরা। আর এক নম্বর থেকে দুইয়ে নেমে গেছে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। এবার শীর্ষ দশের সবকটি পজিশনেই রদবদল হয়েছে। তবে নতুন কোনো দল অন্তর্ভুক্তি কিংবা টপ টেন থেকে বাদ পড়েনি। বিশ্বকাপ বাছাইপর্বের সাম্প্রতিক ব্যস্ততার র্যাঙ্কিংয়ে এই পরিবর্তন। এদিকে সাত ধাপ অবনমনে বাংলাদেশের অবস্থান এখন ১৯৬।
বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত গতিতে ছুটছে জার্মানি। টানা আট ম্যাচেই জয় নিয়ে মূল পর্বে পা রাখার দ্বারপ্রান্তে জোয়াকিম লোর শিষ্যরা। সবশেষ চেক প্রজাতন্ত্র ও নরওয়ের বিপক্ষে জয়ের সুবাদে নেইমারের ব্রাজিলকে হটিয়ে নাম্বার ওয়ান আসন পুনরুদ্ধার করেছে জার্মানরা।
ইউরোপ থেকে সবার আগে বিশ্বকাপের চূড়ান্ত পর্ব নিশ্চিত করা বেলজিয়াম চার ধাপ এগিয়ে শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েছে। তিন ধাপ এগিয়ে তিনে উঠে এসেছে ক্রিশ্চিয়ানোর রোনালদোর পর্তুগাল। তবে বাছাইপর্বে ধুঁকতে থাকা আর্জেন্টিনার অবনমন হয়েছে। এক ধাপ পিছিয়ে লিওনেল মেসির দলের অবস্থান চারে।
এছাড়া পরের পাঁচটি দল যথাক্রমে পোল্যান্ড, সুইজারল্যান্ড, ফ্রান্স, চিলি ও কলম্বিয়া। আগামী ১৬ অক্টোবর পরবর্তী ফিফা র্যাঙ্কিং প্রকাশিত হবে।’

Post a Comment

0 Comments